Hare to Whatsapp
মহকুমা হাসপাতালের কোভিড নেগেটিভ রিপোর্টকে পাত্তা দিচ্ছেনা ইন্ডিগো, এয়ারফোর্সের কর্মীকেও আগরতলা বিমানে উঠতে বাধা!
By Our Correspondent
আগরতলা, মে ১৪, : ICMR এর অনুমোদিত ত্রিপুরার বিলোনীয়ার সরকারী হাসপাতালের ল্যাব থেকে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকা সত্ত্বেও ইন্ডিগো অথরিটি-র তুঘলকীপনায় নিজের কর্মস্থল কলকাতা হয়ে পুনে যেতে পারলনা ইন্ডিয়ান এয়ার ফোর্স এ কর্মরত ত্রিপুরার এক জওয়ান । নাম অসীম মজুমদার। বাড়ি বিলোনিয়ায়।
জানাগেছে, গতকাল কলকাতা হয়ে পুনে কর্মস্থলে যাওয়ার জন্য ইন্ডিয়ান এয়ার ফোর্স-এর জোয়ান অসীম মজুমদার আগরতলা এয়ারপোর্টে আসেন। গতকাল বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ ইন্ডিগোর বিমানে করে তার যাওয়ার কথা ছিল কর্মস্থলে । সেই মোতাবেক বিলোনিয়া থেকে পরিবার সহ এয়ারপোর্টে যাওয়ার পর ইন্ডিগোর কর্মীরা চেকিং - এর সময় আই.সি.এম.আর- এর রিপোর্ট দেখাতে বলেন। তখন অসীম মজুমদার ও তার পরিবারের সদস্যরা বিলোনীয়া সরকারী হাসপাতালের রিপোর্ট দেখান। কিন্তু ইন্ডিগোর কর্মীরা বিভিন্ন রকমের টালবাহানা শুরু করেন। এক সময় বিলোনিয়া হাসপাতালে রিপোর্ট হবে না বলে জানিয়ে দেওয়া হয়। ইন্ডিগো অথরিটির বক্তব্য আই.সি.এম.আর অনুমোদিত ল্যাব থেকে রিপোর্ট লাগবে। তাও আগরতলা মেডিকেল হাসপাতালের হতে হবে। কিন্তু কভিড মহামারী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন মহাকুমা হাসপাতাল গুলিকে আই.সি.এম.আর- এর অনুমোদিত কোভিড টেস্ট- এর স্যাম্পল কালেকশন সেন্টার হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। সেই মোতাবেক কোভিড স্যাম্পল কালেকশন করে পাঠানো হয় আগরতলাতে। এখান থেকে রিপোর্ট আসার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টে স্বাক্ষর করেন। সেই অনুযায়ী বিলোনিয়া হাসপাতালে কভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যাওয়াতে বাধ সাধেন ইন্ডিগো অথরিটি।
জানাগেছে, এদিন শুধু অসীম মজুমদার নন, রাজ্যের অন্যান্য মহকুমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ কজন যাত্রী ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফ- এর তালবাহানার মুখে পড়ে গন্তব্যস্থলে যেতে পারেননি।