Hare to Whatsapp
করোনা মোকাবেলায় আরও চিকিৎসক নিয়োগ সহ স্বাস্হ্য ক্ষেত্রে দ্রুত কিছু পদক্ষেপ চেয়ে স্বাস্হ্য অধিকর্তার কাছে ডেপুউটেশন দিল এস এফ আই
By Our Correspondent
আগরতলা, মে ১৪, : করোনা মোকাবেলায় দ্রুত কিছু পদক্ষেপ গ্রহনের দাবীতে এস এফ আই -এর তরফে আজ রাজ্য স্বাস্হ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিওয়া হয়েছে।
যে ৪ দফা দাবীতে স্বাস্হ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে তার মধ্যে রয়েছে:
১) ২০১৯ সালে স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে তৎকালীন সময়ে ৮৪৪ জন মেডিকেল অফিসারের ঘাটতি রয়েছে। এই স্বল্পতা গত দুই বছরে আরো বৃদ্ধি পেয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতিতে টিপিএসসি মাধ্যমে ১৬৪ জন স্থায়ী ডাক্তার নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে চিকিৎসক নিয়োগে শূন্যপদের সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে।
২) যেসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা কোভিড সেন্টারে সেবা প্রদান করছে তাদের সবাইকে মেডিকেল ইনস্যুরেনস- এর আওতায় আনতে হবে। এবং প্রত্যেককে শংসাপত্র প্রদান করতে হবে।
৩) ত্রিপুরা হেলথ সার্ভিসের মাধ্যমে প্রতিবছর নিয়মিত স্বাস্হ্য কেন্দ্র ও স্বাস্হ্য প্রশাসনে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৪) রাজ্যের হাসপাতাল গুলিতে প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে হবে।