Share Whatsapp

দক্ষিন জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোভিড হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি করলেন দলীয় সভাও

By Our Correspondent

আগরতলা, মে ১০, : রবিবার দুপুরে বিলোনীয়ায় মহাকুমা কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রী এক দলীয় সভায় অংশ গ্রহন করেন। যদিও সরকারী এই সফরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সাথে ছিলেন রাজ্যের প্রধান সচিব জে.কে সিনহা সহ বেশ কজন সরকারী প্রতিনিধি।

জানাগেছে, দলীয় সভার পাশাপাশি বিলোনিয়া মহকুমা হাসপাতালে কোভিড কেয়ার সেন্টার ঘোষণার পর করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার মতো সবকিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

জানাগেছে, বিলোনিয়া হাসপাতালে ৪৫ শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন ব্যাবস্থা করা হয়েছে। কোভিড কেয়ার সেন্টার সহ বিলোনিয়া হাসপাতাল পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী সহ প্রধান সচিব জে.কে সিনহা হাসপাতালের মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও মহাকুমা স্বাস্থ্য আধিকারিককে বলেন, যে কোনও প্রয়োজনে, কোনো দ্বিধা করবেন না, চিকিৎসার প্রয়োজনে সাথে সাথেই সব পাওয়া যাবে। সেই প্রস্তুতি রাজ্য সরকারের রয়েছে।

এছাড়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিন ও গোমতি এই দুই জেলা সফরের মূল লক্ষ্য, কোভিড নিয়ন্ত্রণে রাখা আর পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখতে বিলোনিয়াতে ছুটে আসা। দক্ষিণ জেলায় তিনটি কোভিড সেন্টারে ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। যদিও দক্ষিণ জেলায় তুলনামূলকভাবে পজিটিভিটি রেট কমl পাশাপাশি সকলের কাছে আহ্বান রাখেন কোভিড আচরণবিধি মেনে চলবেন। মৃদু সংক্রমণ হলে, বাড়িতেই থাকবেন এবং চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখুন ও অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন লেভেল লক্ষ্য রাখবেন। ৪৫-এর ঊর্ধ্বে যাদের বয়স একটা বড় অংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

পরিদর্শন শেষে বিলোনিয়া সিনেমা হল সংলগ্ন পালকি গেস্ট হাউজের কনফারেন্স হলে সাংগঠনিক সভা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিলোনিয়া শান্তিরবাজার, সাব্রুম বিধানসভার তিন বিধায়ক সহ সাংগঠনিক সভায় ছিলেন দক্ষিণ জেলার জেলা ও মহকুমা স্তরের দলীয় কার্যকর্তারা। এলাকার সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে এলাকা নেতৃত্বদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.