Hare to Whatsapp
দৈনিক সংবাদের সাংবাদিক -এর উপর ফের হামলা, অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবী এসেম্বলী অব জারকনালিস্ট- এর
By Our Correspondent
আগরতলা, মে ৯, : মুখ্যমন্ত্রীর হুমকির পর থেকে সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলার ধারাবাহিকতা চলছে। গত শনিবার উদয়পুর, সাংবাদিক দেবব্রত রুদ্রের উপর প্রাণঘাতী হামলা চালায় এলাকার সমাজদ্রোহী সঞ্জিব দত্ত। সে স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। রেগার কাজে জেসিবি ড্রজার ব্যবহার নিয়ে এক দুর্নীতির খবর করার জেরে সঞ্জিব দত্ত উনার উপর হামলা চালায় বলে অভিযোগ। শনিবার এই বিষয়ে কাজের জায়গায় গিয়ে ছবি তোলে, বিস্তারিত খোঁজ খবর নিয়ে সংবাদ করেন। এরপর শনিবারই সন্ধ্যায় সঞ্জিব দত্ত দেবব্রত রুদ্রের বাড়িতে গিয়ে উনার কাছে সংবাদ করা নিয়ে জবাব দিহি করে এবং চড়াও হয়। দেবব্রত বাবুর উপর প্রাণঘাতী হামলা চালায়। আত্মরক্ষা করতে গিয়ে দেবব্রত বাবুর হাতে মারাত্মক আঘাত লেগেছে। রবিবার কাকড়াবন থানায় লিখিত অভিযোগ করা হলেও সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের কোন খবর নেই।
গত ১১ সেপ্টেম্বর প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব'র পক্ষে রাজ্যের সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির পর থেকে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর আক্রমনের ঘটনা ঘটেই চলছে। শাসক দলের আশ্রিত দুস্কৃতিরা মুখ্যমন্ত্রীর হুমকির পর প্রশ্রয় পেয়েই এই হামলা করে চলছে বলেই মনে করছে রাজ্যের সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্য মঞ্চ অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। এই ঘটনাও এর ব্যাতিক্রম নয় বলেই মনে করছে এই মঞ্চ। সংগঠন ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছে। রবিবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট'র উদয়পুর কমিটির পক্ষে ঘটনার খবর পেয়েই ভাস্কর মোদক, আয়ুব সরকার ও জসীম উদ্দিন - দেবব্রত রুদ্রকে নিয়ে কাকড়াবন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির জন্য মুখ্যমন্ত্রীকেই ব্যাক্তিগত ভাবে দায়ি বলে মনে করছে। উনার প্রকাশ্য হুমকির পরিপ্রেক্ষিতে দল আশ্রিত দুস্কৃতিরা এই প্রশ্রয় পাচ্ছে বলে মনে করছে সংগঠন। রাজ্যের সার্বিক গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে বিবৃতি দেওয়া প্রয়োজন বলে মনে করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। এসেম্বলীর প্রেস সচিব সম্রাট চৌধুরী এখবর জানিয়েছেন।