Hare to Whatsapp
ত্রিপুরায় যা সংক্রমণ হচ্ছে সেই অনুপাতে ত্রিপুরাতে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ৮, : ত্রিপুরায় যে পরিমাণ কোভিড সংক্রমণ হচ্ছে আজ পর্যন্ত, সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার বোধজংনগরে অক্সিজেন উত্পাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই মুহূর্তে ত্রিপুরায় যা সংক্রমণের হার সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে। সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার, সাড়ে সাতশ অক্সিজেন কনসেনট্রেটর ও সাড়ে সাতশ এ টাইপ সিলিন্ডার আমাদের হাতে রয়েছে। আরও অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”
জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে বলে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, এখনও পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ।
মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল (শুক্রবার) আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। টিকাকরণে আরও গতি সঞ্চারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কম সময়ে বেশি টিকাকরণই রাজ্য সরকারের উদ্দেশ্য।” তিনি জানিয়েছেন, আপাতত ৪৫-এর ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ করা হচ্ছে। দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে। তা এসে গেলেই ১৮-ঊর্ধদের টিকা দেওয়ার কাজ শুরু হবে।