Hare to Whatsapp
স্মার্ট সিটি! আধ ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন শহর আগরতলার নিম্নাঞ্চল, দুর্ভোগ বিদ্যুত নিয়েও
By Our Correspondent
আগরতলা, মে ৭, : গত কদিনের টানা ভ্যাপসা গরমের পর আজ খানিকের বৃস্টিতে কিছুটা স্বস্তি পেল রাজ্যবাসী। কিন্তু বৃস্টির সাথে অল্প ঝড়ের কারনে বেহাল হয়ে পড়ে বিদ্যুত সরবহাহ ব্যবস্হা। সন্ধ্যা পর্যন্ত শড়রের বহূ জায়গা বিদ্যুতহীন।
আবহাওয়া দপ্তরের রেকরড অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত 16.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অবশ্য শুক্রবার এক পশলা বৃষ্টিতে শহরবাসীর মনে খুশির আবহাওয়া তৈরি করলেও শহরের বেশ কিছ নিম্নাঞ্চলে জল জমে যাওয়ার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। শুক্রবার দুপুরের এক পশলা বৃস্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। সাধারণ পথ চলতি মানুষ জল জমার কারণে শহরে পায়ে হেটে এমনকি যানবাহনেও চলাফেরা করতে অসুবিধার মুখে পড়েছেন।
কোটি কোটি টাকা খরচ করে শহর আগরতলা কে স্মার্ট সিটি তে রুপান্তরিত করা হচ্ছে ঠিকই শহরের জল জমাটের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। যদিও জল নিষ্কাশন এর জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থাপনা। কিন্তু তার পরও শুক্রবার দুপুরে দেখা গেল মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্মার্ট সিটির সব কাজ এখনো শেষ হয়নি। সব কাজ শেষ হলেই বোঝা যাবে শহরের জল সমস্যা কতটা লাঘব হবে।