Hare to Whatsapp
25 দিনের জন্য কাঞ্চনপুর এডিসি এলাকার বন্ধ প্রত্যাহার করলেন উন্নয়ন মঞ্চ ও নাগরিক সুরক্ষা মঞ্চ
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ১৬, : আজ কাঞ্চনপুর নতুন মোটর স্ট্যান্ড এ প্রশাসন ও নাগরিক সুরক্ষা মঞ্চ যৌথ সভা করা হয় দুপুর ১টার সময় ।প্রশাসন থেকে উপস্থিত ছিলেন ডিএম নর্থ হেমেন্দ্রকুমার রাবেল, এসপি নর্থ ভানুপদ চক্রবর্তী, কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চ ও নাগরিক সুরক্ষা মঞ্চ থেকে উপস্থিত ছিলেন রনজিত নাথ ও বিকাশ দাস এবং দিপ্তেন্দু দেবনাথ কাঞ্চনপুর বাজার কমিটি থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহন নাথ সম্পাদক টাভলু বড়ুয়া (1) 10 ই ডিসেম্বর হামলায় বাঙালি উদ্বাস্তু পরিবারদের ক্ষতিপূরণ(2) বন চলাকালীন অবস্থায় সাধারণ দিনমজুর ক্ষতিগ্রস্ত পরিবারদের মজুরি প্রদান(3) 2000 সালে আনন্দ বাজার থেকে বাঙালি উদ্বাস্তু পরিবারদের পূর্ণবাসন(4) কাঞ্চনপুরের স্বস্তি সমবায় সমিতির মহারানী কাঞ্চন প্রভাদেবী দেওয়া ১০০০ দূণ জায়গা এডিসি মুক্ত করতে হবে(5) উপজাতি কিছু লোক গঠনা সাথে জড়িত চিহ্নিত করে আইনত শাস্তি প্রদান(6) কাঞ্চনপুর মহকুমায় নিরাপত্তার জন্য টি এস আর ক্যাম্প দাবি করেন দশদা আনন্দবাজার সাতটি(7)।রিয়াং শরনার্থীদের মিজোরামে ফিরিয়ে
দেওয়ার দাবি করেন . নাগরিক সুরক্ষা মঞ্চের বক্তব্য 25 দিনের ভিতরে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন ! এখন প্রশ্ন হলো সাধারণ মানুষের মনে ভয় মুক্ত হয়নি জানা যায় গোপন সূত্রে কাঞ্চনপুর মহকুমায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাহারাদারি চলছে ! শোনা যায় উপজাতীয় অংশের লোকেরা আসেননি সেই সবায় তাদের সাথে কোনো ধরনের সুরাহা হয়নি বলে জানা যায় সংবাদ এর ক্যামেরায় এমনটাই চিত্র