Hare to Whatsapp
৪ মে থেকে কারফিউ শুরু হবে সন্ধ্যা ছয়টা থকে পরের দিন সকাল পাচটা পর্যন্ত
By Our Correspondent
আগরতলা, মে ২, : আগামী ৪ঠা মে থেকে আগরতলা পুর নিগম ও রাজ্যের সমস্ত পুর ও নগর পঞ্চায়েত এলাকা গুলিতে নাইট কারফিউর সময় রাত দশটার পরিবর্তে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে। রাজ্যের সামগ্রিক কোভিড পরিস্থিতির ভয়াবহতা মোকাবিলায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত সোয়া নয়টা নাগাদ রাজ্যের শিক্ষামন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে এই সরকারি সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগামীকাল এব্যাপারে মুখ্যসচিব প্রয়োজনীয় সরকারি সার্কুলার জারী করবেন। সমস্ত জরুরী পরিষেবা প্রদানকারী সংস্থা এবং মিডিয়া কর্মীদের এই নাইট কারফিউ-এর আওতা থেকে বাদ রাখা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা জানিয়েছেন রাজ্যে অক্সিজেনের তেমন কোন সঙ্কট নেই। ভ্যাকসিন সহ কোভিড মোকাবেলায় ওষুধপত্র পর্যাপ্ত রয়েছে বলে তিনি জানান।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান আগামী ৪ঠা মে থেকে সমস্ত সরকারি অফিস ৪টার মধ্যে ছুটি হয়ে যাবে। তবে কোথাও কোন জরুরী প্রয়োজনে কোন সরকারী কর্মচারীর সাহায্য প্রয়োজন হলে অফিস থেকে ডাকলে সেই কর্মচারীকে অফিসে আসতে হবে। সাংবাদিক সমেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরে কোভিড চিকিৎসার জন্য চুক্তিবদ্ধভাবে ১০০ জন চিকিৎসক ও ১০০ জন নার্স নিয়োগ করা হবে। যারা এখন কোভিডের চিকিৎসায় যুক্ত থাকবেন সেই সব চিকিৎসক ও নার্সদের পরবর্তীকালে নিয়মিত নিয়োগের সময় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।