Hare to Whatsapp
কোভিডের মধ্যেই হতে যাচ্ছে ত্রিপুরা বোর্ডের পরীক্ষা, এডমিট কার্ড বিলি শুরু, জানালেন টিবিএসই সভাপতি!
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৮, : শুরু হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড বিলির কর্মসূচি। বুধবার থেকে এডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়।। এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা যথাক্রমে ১৮ এবং ১৯ শেষ মে থেকে শুরু হতে যাচ্ছে। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 46610 জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 27205 জন।। মাধ্যমিকের জন্য কেন্দ্র সংখ্যা নির্ধারিত হয়েছে 78 টি ও উচ্চমাধ্যমিক এর জন্য 62 টি । করোনা পরিস্থিতির ভয়াবহতাকে লক্ষ্য করে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই পরীক্ষা কর্মসূচি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা।