Hare to Whatsapp
সিপিএম সম্পাদক মন্ডলী, বিরােধী দলনেতা বিয়ে বাড়ীতে ডিএম- এর হানাধারীর নিন্দা করে তদন্ত চাইলেন
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৮, : সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী ও বিরোধী দলনেতা মানিক সরকার পৃথক বিবৃতি দিয়ে বিয়ে বাড়ীতে ডিএম বেআইনী হানাধারীর নিন্দা করলেন।
মানিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২৬ শে এপ্রিল রাতে আগরতলায় অবস্থিত “মানিক্য কোর্ট” নামক বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান লন্ডভন্ড করতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক যে কান্ড করলেন, প্রচার মাধ্যমে আজ তা না দেখলে কারাে পক্ষে বিশ্বাস করা সম্ভব হতাে না। কনের আত্মীয়, বর, পুরােহিত, আমন্ত্রিত অতিথি, এমনকি পুলিশ কর্মীদের কেউ কেউ জেলা শাসকের দ্বারা নানা ভাবে হেনস্তার শিকার হয়েছেন অনেককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কনের ভাই একজন ডাক্তার। তিনি এই বিয়ের অনুষ্ঠানের জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের অনুমােদন চেয়ে চিঠির অনুলিপি এবং সরকারের অনুমােদন ইত্যাদি সম্বলিত তথ্য জনগণের জ্ঞাতার্থে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।
মানিক সরকার বলেন, সবকিছু দেখে আমি স্তম্ভিত। এ একাধারে ক্ষমতার দম্ভের এবং ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ প্রকাশ। জেলা শাসকের মত গুরুদায়িত্বপূর্ণ পদে আসীন কোন ব্যক্তির কাছ থেকে এই আচরণ একেবারেই বেমানান। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের এই অপ্রত্যাশিত। তিনি বলেন। এই অভাবনীয় আচরণের প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা করছি। আমাদের বিশ্বাস, সরকার নিশ্চয়ই জেলা শাসকের এই আচরণের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। কনে ও বর সহ বিয়ের অনুষ্ঠানের আয়ােজক পরিবার দু’টির সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অন্য এক বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী একই ভাবে ঘটনার নিন্দা করে ডিএম এর বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয়েছে।