Hare to Whatsapp

এস এফ আই চায় ত্রিপুরায় স্কুল কলেজে ক্লাশ ও সব পরীক্ষা অফলাইনে হোক

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ২৩, : রাজ্যে করোনার সংক্রমনের হার দ্রুতবেগে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্হায় সংক্রমন ও রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এস এফ আই চায় এখুনি রাজ্য সরকার অফলাইনের বদলে সব পরীক্ষা অনলাইনে করুক। এক বিবৃতিতে এস এফ আই একই সাথে নিম্নলিখিত দাবি গুলিও ছাত্র স্বার্থে সরকারের কাছে তুলে ধরেছে-

দাবি গুলী হল-

১) রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সবরকম পরীক্ষা বাতিল করতে হবে।

২) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষা বাতিল করতে হবে। এবং প্রি বোর্ড পরীক্ষার ফলাফল Internal Assessment এর উপর ভিত্তি করে বোর্ডের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।

৩) সরকারকে সকল দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের অনলাইন শিক্ষার সরঞ্জাম সরবরাহ করতে হবে।

৪) বর্তমানে যে প্রি বোর্ড পরীক্ষা হচ্ছে তাতে Covid Safety Measures এর কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।

৫) দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া নির্ভুল ও সরল প্রক্রিয়ায় সুনির্দিষ্ট সময়ে করতে হবে।

এসব দাবী গুলী নিয়ে এস এফ আই আজ শিক্ষা অধিকর্তার সাথেও দেখা করেছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.