Hare to Whatsapp
কোভিডের নিয়ম ভঙ্গ- একই বেঞ্চে একের অধিক ছাত্র-ছাত্রীদের বসিয়ে পরীক্ষা
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২০, : একদিকে দপ্তরের নির্দেশ অপরদিকে বেঞ্চের স্বল্পতা দুইয়ের যাঁতাকলে পরে কোভিড-১৯ এর নির্দেশিকা কার্যত কলাপাতা হয়েই রয়ে গেল। তেলিয়ামুড়া মহাকুমার শহরের বিদ্যালয় গুলিতে পরিদর্শনকালে দেখা গেল কোভিড নিয়মাবলীর আদ্য শ্রাদ্ধ করে পরীক্ষা নেওয়া হচ্ছে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। একই বেঞ্চে একের অধিক ছাত্র-ছাত্রীদের বসিয়ে পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। কারণ দপ্তর নির্দেশ পাঠিয়েছে পরীক্ষা গ্রহণ করতে হবে পড়ুয়াদের। যদিও বিদ্যালয়ের পরিকাঠামো এবং বেঞ্চের সমস্যা জিয়ে রেখেই।
তুইসিদ্ৰাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, বিদ্যালয়ের বেঞ্চের সংকট এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত দিক দিয়ে দুর্বলতার কারণে একই বেঞ্চে একের অধিক ছাত্র-ছাত্রীদের বসিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা। তাছাড়া এই বিদ্যালয়ের জনৈক এক শিক্ষিকার মুখে মাক্স না থাকায় সাংবাদিকের ক্যামেরা দেখে হাত দিয়ে নিজের চেহারা আড়াল করতে চাইছেন এমনটাই চিত্র কিন্তু উঠে এলো আমাদের প্রতিনিধির ক্যামেরার লেন্সে। পরবর্তীতে ঠিক একই চিত্র পরিলক্ষিত হল তেলিয়ামুড়া মহাকুমার ঐতিহ্যবাহী বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই বিদ্যালয়েও পরিকাঠামোগত দুর্বলতা এবং বেঞ্চের সংকট থাকার কারণে রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশকে মানতে গিয়ে কোভিড মহামারীর নীতি নির্দেশিকাকে কার্যত কলাপাতা বানিয়ে ফেলেছে একাংশ শিক্ষক শিক্ষিকারা।
এমনই চিত্র উঠে এলো তেলিয়ামুড়ার ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। এই বিদ্যালয়ের মধ্যেও বেঞ্চের সমস্যা এবং পরিকাঠামোগত দুর্বলতার কারণে একই বেঞ্চে একের অধিক ছাত্র ছাত্রীদের বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাছাড়া এই বিদ্যালয়ের জনৈক শিক্ষক প্রভাকর সরকার মহাশয় সাংবাদিকদের ক্যামেরা দেখে মনে হয় মাক্স পড়ার বিষয়টি।সাংবাদিকদের ক্যামেরা দেখে তড়িঘড়ি মাক্স পড়াতে ব্যস্ত হয় শিক্ষক মহাশয়।