Hare to Whatsapp

ককবরক সাৎবাদিক ফোরামের নতুন সম্পাদক নির্বাচিত হলেন শৈলেন কলই

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ১৮, : আজ ALL TRIPURA KOKBOROK MEDIA FORUM সংগঠনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আগরতলার বনমালিপুরস্থিত রোবাইনগে। উক্ত সাধারণ সভায় রাজ্যে র সমস্ত তিপ্ৰা মিডিয়া হাউস এবং বরিস্ট সাংবাদিকদের উপস্থিতিতে ফোরামের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পর উক্ত ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। শ্রীযুক্ত সমির দেব্বর্মাকে ফোরামের সভাপতি এবং শ্রীযুক্ত সুনিল দেব্বৰ্মা ও শ্রীমতী কৌস্রাংতি তৌইপ্রাসাকে সহ-সভাপতি হিসেবে মমোনীত করা হয়। শ্রীযুক্ত শৈলেন কলইকে ফোরামের সম্পাদক এবং শ্রীযুক্ত বিপ্লব দেব্বৰ্মা ও শ্রীমতী বিনা দেব্বর্মাকে সহ-সম্পাদক হিসেবে মমোনীত করা হয়। শ্রীযুক্ত সুজিত ত্রিপুরাকে ফোরামের কোষাধ্যক্ষ এবং শ্রীযুক্ত সেভিয়র কলইকে ফোরামের অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করে ১৫জনের নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয় এবং ৫ জন সদস্য নিয়ে আডভাইজারি কমিটি গঠন করা হয়। ফোরাম গঠনের মূল উদ্দেশ্য হল ককবরক মিডিয়া পার্সনদের নানা সমস্যা গুলো সমাধান, নিরাপত্তা,

রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ করা। এই নবগঠিত ফোরামটি সম্পূর্ণ ভাবে স্বাধীন সত্তা নিয়ে কাজ করবে বলে সংগঠনের এক বিবৃতিতে এখবর জানানো হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.