Share Whatsapp

18 আসনে জয়ী হয়ে ত্রিপুরা এডিসি-র দখল নিল নব গঠিত তিপ্রা মথা

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ১০, : ত্রিপুরার এডিসি ভোটের গণনা শেষ । সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের নতুন আঞ্চলিক দল তিপ্রা মথা । শনিবার সকাল আটটা থেকে ত্রিপুরার ১৬টি মহকুমার ২৮টি গণনা হলে শুরু হয়েছিল ভোট গণনার কাজ । প্রথম দিকে গণনা হয় পোস্টাল ব্যালট, পরে একে একে ইভিএম খোলা হয় । ২৮টি আসনের মধ্যে

তিপ্রা মথা পেয়েছে ১৮টি আসন

বিজেপি পেয়েছে ৯টি আসন

১টি আসনে জয়ী নির্দল প্রার্থী।

জয়ী প্রার্থীরা হলেন-

১) দামছড়া-জম্পুই :- ভবরঞ্জন রিয়াং (তিপ্রা মথা)

২) মাছমারা :- স্বপ্না রানী দাস (বিজেপি)

৩) দশদা-কাঞ্চনপুর :- শৈলেন্দ্র নাথ (বিজেপি)

৪) করমছড়া :- বিমল কান্তি চাকমা (বিজেপি)

৫) ছাওমনু :- হংস কুমার দেববর্মা (বিজেপি)

৬) মনু-ছৈলৈংটা :- সঞ্জয় দাস (বিজেপি)

৭) ডেমছড়া-কচুছড়া :- ধীরেন্দ্র দেববর্মা (তিপ্রা মথা)

৮) গঙ্গানগর-গন্ডাছড়া :- ভূমিকানন্দ রিয়াং (নির্দল)

৯) হালাহালি-আশারামবাড়ি :- অনন্ত দেববর্মা (তিপ্রা মথা)

১০) কুলাই-চাম্পাহাওড় :- অনিমেষ দেববর্মা (তিপ্রামথা)

১১) মহারানী-তেলিয়ামুড়া :- কমল কলই (তিপ্রা মথা)

১২) রামচন্দ্রঘাট :- সোয়েল দেববর্মা (তিপ্রা মথা)

১৩) সিমনা-তমাকারী :- রবীন্দ্র দেববর্মা (তিপ্রা মথা)

১৪) বোধজংনগর-ওয়াকিনগর :- রুনিয়েল দেববর্মা (তিপ্রামথা)

১৫) জিরানীয়া :- জগদীশ দেববর্মা (আইএনপিটি)

১৬) মান্দাই-পুলিনপুর :- চিত্তরঞ্জন দেববর্মা (তিপ্রা মথা)

১৭) পেকুয়ারজলা-জন্মেজয়নগর :- গণেশ দেববর্মা (তিপ্রা মথা)

১৮) টাকারজলা-জম্পুইজলা :- প্রদ্যোত কিশোর দেববর্মন (তিপ্রামথা)

১৯) আমতলী-গোলাঘাটি :- উমা চরন দেববর্মা (তিপ্রা মথা)

২০) কিল্লা-বাগমা :- পূর্নচন্দ্র জমাতিয়া (তিপ্রা মথা)

২১) মহারানী-চেলাগাং :- সম্রাট জমাতিয়া (বিজেপি)

২২) কাঠালিয়া-মির্জা-রাজাপুর :- পদ্মলোচন জমাতিয়া (বিজেপি)

২৩) অম্পিনগর :- সদাগর কলই (তিপ্রা মথা)

২৪) রাইমাভ্যলী :- রাজেশ ত্রিপুরা (তিপ্রা মথা)

২৫) নতুনবাজার-মালবাসা :- ডলি রিয়াং (তিপ্রা মথা)

২৬) বীরচন্দ্রনগর-কলসী :- সঞ্জীব রিয়াং (বিজেপি)

২৭) পূর্ব মহুরীপুর-ভুরাতলী :- দেবজিৎ ত্রিপুরা (তিপ্রা মথা)

২৮) শিলাছড়ি-মনুবংকুল :- কংজং মগ (বিজেপি)


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.