Hare to Whatsapp
২০ জনের জমায়েত নিষিদ্ধ, অথচ টি এস আর-এ নিয়োগ র্যালি অব্যাহত, করোনা মোকাবেলায় জারী সরকারী সার্কুলার দ্বিরাচারিতায় ভরা!
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৮, : একদিকে রাজ্য সরকার করোনার দ্বিতীয় দফার থাবার হাত থেকে সাধারন মানুষকে রক্ষার নামে কঠিন ও কড়া বিধি নিষেধের কথা শোনাচ্ছেন। পক্ষান্তরে, টি এস আর এর নিয়োগ বাছাই-র শারীরিক পরীক্ষা এখনো জারী রেখেছেন। অথচ মুখ্য সচিব গতকাল যে বিধিনিষেধের সার্কুলার জারী করেছেন তাতেই বলে দেওয়া হয়েছে সবরকম খেলাধূলা, জিম এক্টিবিটিস সহ সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। ২০ জনের বেশি জড়ো হয়ে কোথাও কোন সরকারী বেসরকারী অনুষ্ঠান করা যাবে না। তাহলে শত শত বেকারদের জড়ো করে আর কে নগরে টি এস আর-এ নিয়োগ র্যালি কিভাবে হচ্ছে এনিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। আজ ৮ই এপ্রিল ও আগামীকাল ৯ই এপ্রিল নিয়োগ র্যালি চলবে।
শুধু তাই নয়, মুখ্য সচিবের সার্কুলার অনুযায়ী কুড়ির অধিক লোকের সমাবেশ বন্ধের কথা ঘোষণা করা হলেও আগামী ২৪ ও ২৫ শে এপ্রিল রাজ্য ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তর এল ডি সি, এম টি এস, এগ্রি এসিঃ, পাম্প অপারেটর ইত্যাদি পদে নিয়োগ বাছাই-র পরীক্ষা গ্রহনের যে দিন ধার্য করে রেখেছেন সেক্ষেত্রে পরীক্ষা কিভাবে গৃহীত হবে এনিয়েও প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, বহু পরীক্ষার্থী এসব পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না। বিভিন্ন জেলা কর্ম বিনিয়োগ দপ্তরে গিয়ে প্রতিদিন শত শত বেকার যুবক যুবতীরা এডমিট কার্ডের জন্যে ধর্না দিচ্ছেন। কোথাও করোনা বিধিমালা মানার কোন বালাই নেই। রাজধানীতে লোক দেখানো প্রশাসনিক অভিযান চলছে। আর প্রশাসনিক বিভিন্ন কার্যকারণে সাধারন মানুষ করোনার নয়া আচরণ বিধি অমান্য করতে বাধ্য হচ্ছেন। নিবিড় কোন চিন্তা ভাবনা ছাড়াই শুরু হয়েছে সার্কুলারের পর সার্কুলার জারীর প্রক্রিয়া। একদিকে বলা হচ্ছে কুড়ি জনের বেশী একসাথে মিটিং সভা করতে পারবেনা। আবার স্কুল কলেজও খোলা রাখা হয়েছে। বাজার হাটেও কোন বিধিনিষেধ নেই।