Hare to Whatsapp
পুলিশ তুমি কার / মদের আসরে মহিলা বাহিনীর অভিযান উত্তেজনা
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১, : বিশালগড় থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে অবশেষে মদ বিরোধী অভিযানে নামলো মহিলা বাহিনী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত নেহাল চন্দনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গত এক বছর যাবত নেহাল চন্দ্রনগর এলাকার সজল দাস নিজ বাড়িতে একটি দোকানের নাম করে দোকানের আড়ালে অন্য ঘরে সর্বদাই মদের আসর জমাচ্ছে। শুধু তাই নয় ড্রাক্স হিরোইন ইয়াবা ট্যাবলেট গাজার আসর জমাচ্ছে। বিশালগড় মহাকুমার ছাড়াও বিভিন্ন এলাকার যুবকরা সেখানে আসৱ জমাচ্ছে সারা দিন রাত্রী পর্যন্ত। সেই আসরে বসে প্রত্যেকদিন মারপিটের ঘটনা ঘটছে ।যার পরিপ্রেক্ষিতে দিনের-পর-দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সেখানে উঠতি বয়সের যুবক থেকে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত ভিড় জমাচ্ছেন নিত্যদিন। যার ফলে দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বেড়েই চলেছে। বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের দামি দামি বাইক নিয়ে এসে সেখানে নেশায় মত্ত হয়ে পড়েছে যুবকরা। আর তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকার জনগণ প্রথমদিকে শাসক দল নেতাদের দ্বারস্থ হয়। কিন্তু পরবর্তী সময়ে সেখানে ব্যর্থ হয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয় কিন্তু পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ। আর শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে বৃহস্পতিবার দুপুর বেলা এলাকার প্রমিলা বাহিনী নেহালচন্দ্রনগর এলাকার সজল দাসেৱ বাড়িতে অভিযান চালায়। যদিও প্রমিলা বাহিনী কে দেখে বাড়ির মালিক সজল দাস সেখান থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায় মদের ব্যাগ নিয়ে। পরবর্তী সময়ে এলাকার মহিলারা তার দোকানের ঘর থেকে গাজা এবং বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করে ।সকলের একটাই দাবি সেখান থেকে সেই বাড়িটি অন্যত্র সরিয়ে নিতে হবে ।এলাকার পরিবেশ দিনের-পর-দিন নষ্ট করে তুলছে। এখন দেখার বিষয় পুলিশ কোনো ভূমিকা নেয় কিনা সজল দাসেৱ বিরুদ্ধে।