Hare to Whatsapp
ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগকে মর্যাদা, বিধায়ক সুশান্ত চৌধুরী হিন্দু মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ কাজে হাত লাগালেন
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৬, : মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মজলিশপুর পঞ্চায়েতের কড়ইবন এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের দাবী ছিলো সেখানে একটি শিব-কালী মন্দিরের প্রতিষ্ঠা করে দেওয়ার। কিন্তু বিগত বাম সরকারের আমলে এলাকার বাম নেতাদের হীনমন্নতা ও রাজনৈতিক সংকীর্ণমনতার কারণে এলাকাবাসীর সেই দাবী উপেক্ষিতই থেকে যায়। কিন্তু বাম মন্ত্রী মানিক দে-কে বিপুল ভোটে পরাজিত করার পর বিধায়ক নির্বাচিত হয়েই এলাকার ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগ কে মর্যাদা দিয়ে এই উপেক্ষিত দাবী পূরণের উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক সুশান্ত চৌধুরী এবং এরই অঙ্গ হিসেবে আজ সকালে এলাকার মানুষের উপস্থিতিতে হিন্দু উপচার মেনে উলুধ্বনি-শঙ্খনাদ ধ্বনি ও পুরোহিতের পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ কাজে হাত লাগান এলাকার বিধায়ক। এলাকার ধর্মপ্রাণ মানুষের এই দীর্ঘদিনের উপেক্ষিত দাবী ও স্বপ্ন পূরণ করায় বিধায়কের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিম মজলিশপুরের কড়ইবন এলাকার সকল অংশের ধর্মপ্রাণ মানুষ। আজকে মন্দিরের ছাদের এই ঢালাই কাজে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপি'র মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক ও অন্যান্য বিশিষ্ট নাগরিকেরা।