Hare to Whatsapp
স্বাস্থ্যকর্মীরাই তালা দিলেন প্রাইমারি হেলথ সেন্টারে
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৪, : ত্রিপুরার ধলাই জেলার বিরাশি মেইল এলাকায় এই ঘটনা দুপুরের। আশাকর্মীরা ক্লার্ক, প্রমুখ স্বাস্থ্য দফতরের নিয়মিত কর্মচারীদের ভেতরে রেখেই তালা দিয়ে ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ,সাতমাস ধরে টাকা পাচ্ছেন না। ডিস্ট্রিক্ট হেলথ অফিসার গিয়ে শান্ত করেন আশাকর্মীদের। কোভিড সময়ে জিবিপি হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা টাকা না পেয়ে তালা ঝুলিয়ে ছিলেন। এখন আশাকর্মীরা। সেই সময়ে সুপ্রিমকোর্টে ভারত সরকারের আইনজীবী বলেছিলেন, স্বাস্থ্যকর্মীদের মাইনে পেতে দেরি হয়, এমন রাজ্যের তালিকায় ত্রিপুরা আছে। ত্রিপুরা সরকার সেই নিয়ে আদালতে হলফনামা দিয়ে বলেছিল, বেতনে দেরি হয় না। আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, ভারত সরকারের আইনজীবীর সাথে কোথাও হয়ত কোনও যোগাযোগের অভাব হয়েছে।