Hare to Whatsapp
আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে ত্রিপুরার কবি-র বিশেষ সন্মাননা
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৬, : ত্রিপুরার বিশিষ্ট কবি মৃণাল কান্তি পণ্ডিতকে কোলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে বিশেষ অতিথি কবি সন্মালনা প্রদান করা হয়েছে। গত ৮ই ফেব্রুয়ারী বিশ্ববাংলা সাহিত্য নিকেতনের উপস্থাপনে ‘আন্তর্জাতিক সাহিত্য সন্মেলন, কলকাতা ২০২০’ এস কে দেব রোড, শ্রীভূমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য অপ্রকাশিত মুখকে প্রকাশ করার। অংশগ্রহণকারী গুণীজনদেরকে সন্মাননা বরণ ও অনুষ্ঠানে মূলত যূথিকা দাসের সম্পাদিত দুটি যৌথ কাব্যগ্রন্থ ‘সিনহিয়ায় এক ঝাঁক তারা’, ‘কবিতার নোঙর’ ও আন্তর্জাতিক পত্রিকা ‘ঈশানী’ এবং সংগঠকদের আরো চারটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ভুজপুরি নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় মূল অনুষ্ঠান কর্মসূচী। দুই বাংলার জাতীয় সঙ্গীত পরিবেশন ও শিশু একাডেমি পুরষ্কার প্রাপ্ত প্রবীণ কবি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যবিদ সাধন চট্টোপাধ্যায়, বিখ্যাত সুরকার ও গীতিকার সঙ্গীত শ্রেষ্ঠ কল্যাণ সেন ভরাট, কবিশ্রী কৃষ্ণা বসু, বিখ্যাত বক্তা নলিনি বেরা।
অনুষ্ঠানে শিলচর থেকে সন্মানিত হলেন ডঃ কুমার কান্তি দাস, কবি গবেষক ও নাট্যকার আশুতোষ দাস, তরুণ কবি সার্দ্দিক আহমেদ লস্কর।
অনুষ্ঠানে ত্রিপুরা থেকে সন্মানিত হলেন কবি অরুণ চাকমা, কবি গৌতম নাথ, কবি রোজী নাথ, কবি সুচিত্রা দাস এবং সন্মানিত হলেন ত্রিপুরার বিশিষ্ট কবি শ্রী মৃণাল কান্তি পন্ডিত। কবি মৃণাল কান্তি পণ্ডিতকে উক্ত আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে ‘বিশেষ অতিথি কবি সন্মাননা’ প্রদান করেন বিশ্ববাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি যূথিকা দাস।
এছাড়াও বাংলাদেশ থেকে বিসানি পরিচালক ইমরান সাহ, কবি ফারুক প্রধান ছাড়াও দেশ বিদেশ থেকে তারাও নবীন প্রবীণ লেখক কবির ভিড়ে অনুষ্ঠানটি ছিল প্রানবন্ত। অনুষ্ঠান পরিচালনা করেন মধুমিতা বসু, সহযোগিতায় সংগ্রাম মিত্র, মহাপ্রসাদ দত্ত, সুব্রত বসু প্রমুখ।