Hare to Whatsapp
সংস্কৃতি সংসদের 'বসন্ত জাগ্রত দ্বারে' অনুষ্ঠানের শুভরাম্ভ
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৯, : আজ সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমী অডিটোরিয়ামে "বসন্ত উৎসব" প্রতিপালন করে সংস্কৃতি সংসদ | বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী 'বলয়ে'র আগরতলা শাখা "সংস্কৃতি সংসদ" বসন্ত উৎসবের কর্মসূচী গ্রহণ করে | 'বসন্ত জাগ্রত দ্বারে' শিরোনামে আজকের এই কর্মসূচীতে বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর শাখা সংসদ ও শিলচর থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেন | প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভরাম্ভ করেন সংস্কৃতি সংসদের সভাপতি মনোরঞ্জন দেব ও বরিষ্ঠ সংগীত শিল্পী শুভ্রাশু চক্রবর্তী | রাজ্যের প্রখ্যাত সুরকার মনোরঞ্জন দেব স্বাগত ভাসনে বলেন সংস্কৃতি সংসদের ধারাবাহিক কর্মসূচীর অঙ্গ হিসেবেই প্রতিপালিত হচ্ছে বসন্ত উৎসব | করোনা পরিস্থিতিতেও সামাজিক দায়িত্ব প্রতিপালন করার পাশাপাশি অনলাইনে সাংস্কৃতিক কর্মসূচী করে গেছে সংস্কৃতি সংসদ | আগামী ২৫ শে এপ্রিল সংস্কৃতি সংসদের সাধারণ সম্মেলনের আগে বসন্ত উৎসবই শেষ বড় কর্মসূচী বলেও মনোরঞ্জন দেব জানিয়ে দেন।
বসন্ত উৎসবে রাজ্যের খ্যাতনামা শিল্পীরা বসন্তের গান, সমবেত নৃত্য, কথা ও গানের যুগলবন্দী পরিবেশন করেন | সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে রাজ্যের শিল্পী ও শিল্পানুরাগীদের উপস্থিতি বিশেষ ভাবে উল্লেখযোগ্য বলে সংস্কৃতি সংসদের পক্ষে এখবর জানান সাংবাদিক সেবক ভট্টাচার্য।