Hare to Whatsapp
পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়া বিদ্যাপিঠ কর্নার
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৭, : ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বিলোনিয়া বিদ্যাপিঠ কর্নার। অগ্নিনির্বাপকের তৎপরতায় আগুন আয়ত্বে আসলেও পুড়ে ছাই বিদ্যাপীঠ কর্নারের স্পেয়ার পার্টসের একটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ সাত লক্ষ টাকার উপরে বলে জানা যায় । কোথায় থেকে, কি ভাবে আগুনের সুত্রপাত তা ধোঁয়াশা রয়ে গেছে ।
বিদ্যাপিঠ কর্নারের পাল স্পেয়ার পার্টস নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে যায় মঙ্গল বার রাতে । পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পেল বিদ্যাপিঠ কর্নারের অন্যান্য দোকান। জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে এগারোটা নাগাদ ঘটনা। বিলোনিয়া থানার পুলিশ এসআই কালা মগ সহ কিছু পুলিশ নাইট পেট্রোলিং এ বের হয়ে বনকর থেকে বিদ্যাপীঠ কর্নারে আসার পর দেখতে পায় একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে এসআই কালা মগ অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক পিযুষ পাল জানান যে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে রাত আনুমানিক ১১.৩০ নাগাদ মোবাইলে কল আসার পর জানতে পারে দোকানে আগুন লাগার ঘটনা। খবর পাওয়ার পর এসে দেখতে পায় দোকানের সব জিনিস পুড়ে ছাই। তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে এখনো জানা যায়নি অনুমান করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ড বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লক্ষ টাকা হবে বলে জানান দোকানের মালিক।