Hare to Whatsapp
মানিক গেলো হীরা এলো, কিন্তু বিজেপি আমলের তিন বছরেও প্রতিশ্রুতি মতো হাল ফিরলো না এদের!
By Our Correspondent
আগরতলা, মার্চ ১৭, : সুদীর্ঘ কমিউনিস্ট পরিচালিত বাম শাসনের মতো বিজেপি শাসনেও ত্রিপুরার পাহাড়ী এলাকার মানুষের হাল ফিরলোনা। এডিসি এলাকা গঠনের পর ১৯৮৫ পর থেকে বরাবরই কমিউনিস্টেদের দখলে ছিলো ত্রিপুরার পাহাড়ী জনপদ। কিন্তু পাহাড়ি এলাকায় শাসন আর শোষন দুটিই এখনো একই অবস্হায় রয়ে গেছে।
অভিযোগ, ২০১৮ সালে বিকাশ আর আচ্ছেদিনের ফুলঝুরি ছড়িয়ে ত্রিপুরার শাসন ক্ষমতার মসনদে বসলেও ডাবল ইন্জিনের ত্রিপুরা সরকার এডিসি এলাকার উন্নয়নে খুব একটা কিছু করতে পারেনি। সরকার গঠন করলে বিজেপি আই পি এফ টি ত্রিপুরার পাহাড়ী এলাকার জনগনের ভাগ্য পরিবর্তন সহ ত্রিপুরাকে হীরার রাজ্য তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বি জে পি জোট সরকার ক্ষমতায় এলেও মানুষের ভাগ্য তেমন কিছু বদলায়নি। ২০১৮ সালেই বাম যুগের অবসান হয়ে শুরু হলো বি জে পি এর নেতৃত্বে হীরা যুগ। কিন্তু অভিযোগ উঠেছে, আজ হীরার রাজত্বে আরও বঞ্চিত ও শোষিত হচ্ছেন পাহাড়ি এলাকার জনগন।
অভিযোগ, সরকারের পরিবর্তন হলেও,পাহাড়ী এলাকার মানুষের দুঃখ এখনো সেই একই অবস্থানে রয়ে গেছে। নিরুপায় অসহায় অভাবগ্রস্থ পাহাড়ী এলাকার মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের এক আশানুরুপ কোন পরিবর্তন হলো না। এডিসি ভোটের মুখে অভিযোগ উঠেছে, আচ্ছেদিন আর বিকাশ, বাম আর হীরা সবই কাল্পনিক গল্প ছাড়া আর আর কিছুই নয়।
পাহাড়ী এলাকার মানুষ এবারের এডিসি ভোটের মুখেও উন্নয়নের ফুলঝুরি প্রতিশ্রুতির বানী শুনতে হচ্ছে।