মহিলা স্বশক্তিকরণে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১, : প্রত্যেক মহিলাকে রোজগারের আওতায় আনতে হবে। মহিলা স্বশক্তিকরণে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। ৩১ জানুয়ারি উদয়পুর কেবিআই স্কুল প্রাঙ্গণে গোমতী জেলাভিত্তিক দ্বিতীয় সরস মেলার উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যে বর্তমানে ৫২ হাজার ৩৫৫টি স্বসহায়ক দল রয়েছে। এতে ৪ লক্ষ ৭৩ হাজার ১৮২ জন মহিলা যুক্ত রয়েছেন। সারা রাজ্যে ১৪১টি ক্লাস্টার রয়েছে। এই ক্লাস্টারগুলিকে ব্যাংকগুলির মাধ্যমে ১,৪০৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। একটা গ্রুপকে স্বল্প সুদে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। তিনি বলেন, সব অংশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাখপতি দিদি বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্যেও ২ লক্ষ দিদিকে লাখপতি বানানোর জন্য রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে প্রায় আশি হাজার দিদি লাখপতি হয়ে গেছেন। তিনি বলেন, মুখমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা স্থানীয় জিনিস উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছেন। মহিলারা শক্তিশালী হলে দেশ শক্তিশালী। হবে। বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, মহিলাদের উন্নতি হলে পরিবারের উন্নয়ন হবে। রাজ্যের তথা দেশের উন্নয়ন হবে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতাবাড়ি, কাঁকড়াবন এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে শিল্পী দাস, সুপ্রিয়া সাহা এবং ঝর্ণা রাণী দাস, কিল্লা ব্লকের বিএসি চেয়ারম্যান বাগানহরি মলসম, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য। এই মেলায় ৬৯টি স্টল খোলা হয়েছে। স্ব- সহায়ক দলের মহিলারা তাঁদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন। এছাড়া এদিন সব্জি, ফুল প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং জেলাভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়। এই মেলা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।