Hare to Whatsapp
বিলোনিয়ার রাজনগরে সিপিএম-এর গন অবস্থানে বিজিপি দুষ্কৃতকারীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৪
By Our Correspondent
আগরতলা, মার্চ ১১, : সিপিএম- এর একটি গন অবস্থানে হামলা সহ রাজনগর অঞ্চল কমিটির কার্যালয়ে আজ আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার অভিযোগ উঠলো শাসকদল বিজেপির বিরুদ্ধে । সিপিএম- এর পক্ষ থেকে এই অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানোনো হয় । হামলার ঘটনায় আহত ৪ বাম কর্মী সহ এক পুলিশ কর্মী । পুলিশ ও টিএসআর বাহিনীর সামনেই এই ঘটনা । পরে পুলিশ ও টিএসআর বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো থমথমে পরিস্থিতি রাজনগর জুড়ে । একে অপরের উপর দোষ চাপিয়ে , চলছে অভিযোগ পাল্টা অভিযোগ ।
জানাগেছে, তিনটি কৃষি আইন বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রেগার মজুরি ৩৪০ টাকা দুইশ দিনের কাজ, বেকারদের কর্মসংস্থানের দাবি সহ আরো অন্যান্য দাবিতে রাজনগর বিধানসভা কেন্দ্রে গন অবস্থানের ডাক দেয় সিপিআইএম । সেই মোতাবেক আরক্ষা দপ্তরের কাছ থেকে পারমিশান নিয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল সংগঠিত করে । বিধায়ক সুধন দাস , পার্টির মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেনের নেতৃত্বে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করার পর রাজনগর নতুন মোটর স্ট্যান্ডে আয়োজিত গন অবস্থানে সামিল হয় । গনঅবস্হান প্রায় শেষ পর্যায়ে হঠাৎ শুরু হয়ে যায় হামলা । গনঅবস্হান আসা উপস্থিত সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট , পাটকেল সহ কাঁচের বোতল । এর ফলে আহত চার সিপিআইএম কর্মী সহ এক পুলিশ কর্মী । সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক বিজেপি দলের কিছু দুস্কৃতিকারীরা এই হামলা করে । পাশাপাশি আরো অভিযোগ এই দুস্কৃতিকারীরা রাজনগর পার্টির অঞ্চল কার্যালয়ে আগুন লাগানো থেকে শুরু করে বিধায়ক সুধন দাসের বাড়িতেও ইট পাটকেল , কাঁচের বোতল ছুঁড়ে আক্রমন করে । ঘটনায় নিন্দা জানানো হয় সিপিআইএম এর পক্ষ থেকে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে।