Hare to Whatsapp
সরকারী চাকুরিতে নিয়োগ বেসরকারী হাতে দেওয়ার সিদ্ধান্তকে বেকার বিরোধী ভয়ঙ্কর সিদ্ধান্ত বলে অভিহিত করলো বামপন্থী যুব সংগঠন
By Our Correspondent
আগরতলা, মার্চ ১১, : ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকার এর সরকারী চাকুরি আউটসোর্সিং করার সিদ্ধান্তকে বেকার বিরোধী ভয়ঙ্কর নোটিফিকেশন বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতারা। বেকার মারার এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার দাবি জানিয়ে DYFI ও TYF । এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, বিজেপি -র প্রতিশ্রুতি ছিল ৫০ হাজার চাকরি দেবে বছরে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে নি। সরকার নতুন পলিসি লাগু করেছে। কিন্তু সেই পলিসিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের কর্মরতদের। নতুন সার্কোলারের মাধ্যমে যুবকদের যৌবন ভবিষ্যৎ ধবংস করে দিয়েছে বিজেপি আইপিএফটি সরকার। নতুন সার্কোলারের মাধ্যমে গ্ৰুপ সি, ডি সহ বিভিন্ন অফিসার নিয়োগ করবে ৫ টি বেসরকারি সংস্থা।এই সিদ্ধান্তের ফলে শুধু বেকার রা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা রাজ্যের ক্ষতি হবে বললেন ডিওয়াইএফআই নেতা নবারুণ দেব।
তিনি আরও অভিযোগ করেন, এই কমিশন বাণিজ্য দ্রুত বাতিল করতে হবে নতুবা গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।পাশাপাশি আগামী ১৩ ও ১৪ মার্চ রাজ্যের প্রতিটি মহকুমা তে বিক্ষোভ প্রতিবাদ করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমলেন্দু দেববর্মা, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।