Hare to Whatsapp
শেষ পর্যন্ত বিজেপি-আইপিএফটি ১৪টি করে আসনে প্রার্থী দিচ্ছে এডিসি ভোটে, তিনটি আসনে বন্ধুত্বপূর্ন লড়াই-র সিদ্ধান্ত
By Our Correspondent
আগরতলা, মার্চ ৯, : শেষ পর্যন্ত বিজেপি ও আইপিএফটি-র মধ্যে আসন্ন এডিসি নির্বাচনে বন্ধুত্বপূর্ন লড়াই হচ্ছে। আজ বিজেপি- আইপিএফটি-র নেতৃত্ব এক যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষনা দিয়েছেন তারা প্রত্যেকে ১৪টি করে আসনে লড়াই করবে। তবে এর মধ্যে তিনটি আসনে উভয়েই প্রার্থী দেবে। এবং ওই তিনটি আসনে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ন লড়াই হবে। এই তিনটি আসন হলো বোধজংনগর-ওয়াকিনগর , নতুনবাজার-মালবাসা, কাঠালিয়া-গির্জা-রাজাপুর। আজ সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে বিজেপি ও আইপিএফটি-র তরফ থেকে শীর্ষ নেতৃত্ব এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা দিয়েছেন। বিজেপির পক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও বিজেপির-র রাজ্য সভাপতি ডঃ মানিক সাহা। আইপিএফটির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী এন সি দেববর্মা, মেবার কুমার জমাতিয়া ও দলের অন্য এক নেতা মঙ্গল দেববর্মা।
যৌথ সাংবাদিক সম্মেলনে প্রদত্ত তথ্য অনুযায়ী বিজেপি যে ক'টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষনা করেছে তার মধ্যে রয়েছে- মাছমারা সিটে স্বপ্না রানী দাস, দশদা-কাঞ্চনপুর সিটে শৈলেন্দ্র নাথ, করমছড়া সিটে বিমল চাকমা, ছাউমনু সিটে হংস কুমার ত্রিপুরা, মনু-ছৈলেংটা সিটে সঞ্জয় দাস, বোধজংনগর-ওয়াকিনগর সিটে রনবীর দেববর্মা, আমতলী গোলাঘাটি সিটে বিশু দেববর্মা, কিল্লা-বাগমা সিটে জয়কিশোর জমাতিয়া, কাঠালিয়া-গির্জা-রাজাপুর সিটে পদ্মলোচন ত্রিপুরা, রাইমা ভ্যালী সিটে পতিরায় ত্রিপুরা, নতুনবাজার-মালবাসা সিটে অতীন্দ্র রিয়াং, বিসি নগর-কলসী সিটে সঞ্জিত রিয়াং ও শিলাছড়ি মনু-বনকুল সিটে কানজিওং মগ। ঘোষিত তালিকা অনুযায়ী বিজেপি একজন মহিলা ও তেরো জন পুরুষ প্রার্থীর মধ্যে রিয়াং সম্প্রদায়ের দু'জন, জমাতিয়া সম্প্রদায়ের দু'জন, চাকমা একজন, ত্রিপুরী সম্প্রদায়ের তিনজন, মগ একজন, দেববর্মা দু'জন ও সাধারন ক্যাটাগরীর তিনজন প্রার্থী দিয়েছে।