Hare to Whatsapp
আগরতলা যুব জমায়েতের রেশ, বিলোনীয়ায় রাতভর তান্ডব,আটটি বাড়িতে হামলা, দুই বাড়িতে অগ্নিসংযোগ
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : আগরতলা যুব জমায়েতের রেশ, রাজ্যজুড়ে গতকাল রাতভর তান্ডব করেছে বলে অভিযোগ সিপিএম- এর। অভিযোগ, শুধু বিলোনীয়াতেই গতকাল রাতে আটটি বাড়িতে হামলা হয়েছে। এর মধ্যে দুই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হয়েছে দুইজন ।
অভিযোগ, শাসক দলীয় দুস্কৃতিকারী বাইক বাহিনীর এই তান্ডবের হাত থেকে রেহাই পায়নি মহিলা ও ছোট ছোট শিশু থেকে শুরু করে বাড়ির বৃদ্ধা মহিলা ও বিকলাঙ্গ ১০৩২৩ এর চাকুরী চ্যুত শিক্ষক ।
বিলোনিয়া সাতমূড়া, বরোজ কলোনী সহ গান্ধী মূর্তি সংলগ্ন এলাকায় চলে রাতভর এই তান্ডব লীলা । রাত দশটা থেকে শুরু হয় বাইক বাহিনীর এই তান্ডব লীলা ।
জানা যায় সাতমুড়া এলাকায় একটি, বরোজ কলোনি এলাকায় পাঁচটি, গান্ধী মূর্তি সংলগ্ন এলাকায় দুটি বাড়িতে ভাঙচুর চালালো মুখে কালো কাপড় পড়া বাইক বাহিনীর দুস্কৃতিকারীরা। এর মধ্যে বরোজকলোনি এলাকার মিথন সরকার ও তন্দ্রা বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয় এলাকা বাসিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও বা দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। রাহুল সরকার, উত্তম মিত্র, গৌতম দেবনাথ, দিলীপ সুত্রধর, মিথন সরকার রাধারমণ রায়, তন্দ্রা বিশ্বাস, সমীর বিশ্বাস সহ নিখিল বিশ্বাসের বাড়ি ঘর ভাঙ্গচুর করে। অভিযোগ, শাসকদলীয় বাইক বাহিনীর দুস্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়েছে
সমীর বিশ্বাস নামে ১০৩২৩ এর চাকুরী চ্যুত এক শিক্ষকও। সে আবার বিকলাঙ্গ। বাইক বাহিনীর আক্রমনে আহত হয় তন্দ্রা বিশ্বাস । এই তন্দ্রা বিশ্বাসের ছেলে আবার বিজেপির পৃষ্ঠা প্রমুখ। তন্দ্রা বিশ্বাস বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ।
অপরদিকে সাতমুড়া এলাকার তনয় ঘোষকে রাত দশটা নাগাদ বাড়ির সামনে বাইক বাহিনীরা বেধরক মারধর করে। অভিযোগ, বাইক বাহিনীর তান্ডব চলাকালীন সময় বিলোনিয়া থানায় ফোন করার পরেও পুলিশ ঘটনাস্থলে যায় নি।