Hare to Whatsapp
নেশামুক্ত করা যাচ্ছেনা ত্রিপুরা, এবার বিপুল পরিমানে ব্রাউনসুগার উদ্বার হল বিলোনীয়ায়
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১৪, : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আজ প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছে বিলোনিয়ায়। স্হানীয় সারাসীমা মাস্টার পাড়া এলাকা থেকে এই ব্রাউনসুগার উদ্বার করেছে পুলিশ।
জানাগেছে, দীপক সরকারের বাড়িতে চলে এই অভিযান । দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও এর নেতৃত্বে চলে এই অভিযান । বাড়ির মালিক দীপক সরকার ও তার ছোট ছেলে রঞ্জিত সরকারকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী যৌথ অভিযানে নেমে সারাসীমা একাকার বাসিন্দা দীপক সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে খালি কোটা পাওয়ার পর সন্দেহ মূলক ভাবে বাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালাতে গিয়ে বাড়ির পিছনে পাতা দিয়ে ঢাকা গর্ত থেকে উদ্ধার করে এই নেশাজাতীয় দ্রব্য।
বাড়ির মালিক দীপক সরকার ও তার ছেলেকে রঞ্জিত সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়। কিন্তু মূল অভিযুক্ত বড় ছেলে রাকেশ ওরফে তাপস সরকার পলাতক । ব্রাউন সুগার ভর্তি মোট 455 কৌটা সহ প্রচুর খালি কোটা ও ব্রাউন সুগার এর প্যাকেট পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
শান্তিরবাজার মহকুমার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক মিহির লাল দত্তের সাথে অভিযানে ছিলেন বিলোনিয়া থানার ওসি শ্রী কান্তি বর্ধন, এসডিপিও সৌম্য দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা।