Hare to Whatsapp
উপমুখ্যমন্ত্রীর অভিযোগ অগ্রাহ্য, পরিনামে পোস্টিংহীন এডিএম (পশ্চিম) বদলী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১১, : জমি সংক্রান্ত উপমুখ্যমন্ত্রীর একটি অভিযোগ অগ্রাহ্য করে বিপদ ডেকে আনলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক তরুণ দেববর্মা।
প্রাপ্ত খবরে প্রকাশ, রাজধানী গোর্খাবস্তি এলাকায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার বাড়ীর পাশের একটি জমি বিক্রি করতে চান জমির মালিক এক মারোয়ারী ব্যবসায়ী। কিন্তু জমিটি কিনতে চান উপমুখ্যমন্ত্রীর পরিবার। কিন্তু জমির মালিক অতিরিক্ত দাম পেয়ে তা বিক্রি করে দেন এক ঠিকাদার ব্যবসায়ীর কাছে। কিন্তু উপমুখ্যমন্ত্রী তার এক আইনজীবী মারফৎ সাব রেজিস্ট্রি অফিসে এ মর্মে অভিযোগ দায়ের করেন, জমিটি বেআইনি ভাবে হস্তান্তর হচ্ছে। তাছাড়া জমির একটি অংশ বেআইনি ভাবে দখল করে রাখা হয়েছে। উপমুখ্যমন্ত্রীর আইনজীবী এসব নিষ্পত্তি সাপেক্ষে জমিটি সাব রেজিস্ট্রির অফিস যাতে রেজিস্ট্রি না করেন এমন দাবী করে আপত্তিপত্র পেশ করেন। সাব রেজিস্ট্রির অফিস এই অভিযোগ মূলে জমিটি রেজিস্ট্রি না করে তা পাঠিয়ে দেন এডিএম যিনি আবার জেলা অফিসে জমি সংক্রান্ত বিষয়ে দাবী আপত্তি শুনানীর এপিলেট অথোরিটি। এই অনুযায়ী তিনি অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে উপমুখ্যমন্ত্রীর আইনজীবী ও জমির ক্রেতা ও বিক্রেতাকে নোটিশ দেন শোনানীতে উপস্থিত থাকতে। কিন্তু প্রথমবার শুনানিতে উপস্থিত না থেকে উপমুখ্যমন্ত্রীর আইনজীবী সময় চান। এই অনুযায়ী দেড় মাস সময় দিয়ে এডিএম তরুণ দেববর্মা দ্বিতীয়বার শুনানির দিন ধার্য করেন। কিন্তু দ্বিতীয়বারও শুনানিতে অনুপস্থিত থেকে সময় চেয়ে আর্জি পেশ করেন উপমুখ্যমন্ত্রীর আইনজীবী। কিন্তু দ্বিতীয়বার আর সময় না দিয়ে এডিএম জমির বৈধতা যাচাই করে জমিটির রেজিস্ট্রি করা যাবে বলে অনুমোদন দিয়ে দেন।
জানা গেছে, যেদিন তরুণ দেববর্মা জমিটি রেজিস্ট্রির অনুমোদন দেন তার দুদিনের মধ্যেই তিনি পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের পদ থেকে অপসারিত হন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাকে বদলী করা হলেও কোন রকম পোস্টিং দেওয়া হয়নি। টিসিএস অফিসারদের একটা অংশ মনে করছেন এডিএম-এর সিদ্ধান্ত উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাওয়াতেই এডিএমকে এভাবে অনৈতিক বদলীর মুখে পড়তে হলো। এটা সুস্থ প্রশাসনিক কর্মকাণ্ডে একটা বেনজির সিদ্ধান্ত বলে তারা মনে করছেন। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে এসডিএম শ্রী দেববর্মা নিজের হঠাৎ বদলীর কথা স্বীকার করলে অন্য কিছু বলতে রাজী হননি।