Hare to Whatsapp
শীঘ্রই রাজ্যে আবারও হতে চলেছে টেট পরিক্ষা: শিক্ষামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৮, : ১০,৩২৩ শিক্ষক অপসারিত হবার পর রাজ্যে যে শিক্ষক সল্পতা শুরু হয়েছে তার সমাধান করতে আবার সংগঠিত হবে টেট পরিক্ষা। TRBT কে অতিসত্বর টেট পরিক্ষা নেবার নির্দেশ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী । ফলে TET-1 এবং TET - 2 পরিক্ষার জন্য কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে TRBT। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে টেটের মাধ্যমে ক্লাস ১-৮ এর শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার সচেষ্ট হলেও ক্লাস ৯-১২ এর শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের কোন হেলদোল নেই। সম্প্রতি STGT এবং STPGT পরিক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আসন সংখ্যা অত্যন্ত নগন্য এবং তাতে জেনারেল ক্যাটাগরির চাকরি প্রত্যাশিদের জন্য কোন আসন নেই । উল্লেখ্য জেনারেল ক্যাটাগরির চাকরি প্রত্যাশিদের জন্য কোন আসন যে থাকবে না তা সমাচার ত্রিপুরা বিজ্ঞপ্তি প্রকাশ হবার অনেক আগেই বলে দিয়েছিল। এবার আসা যাক উক্ত TET-1 এবং TET - 2 পরিক্ষা হবার পর রাজ্য সরকার প্রথম পর্যায়ে কত জন শিক্ষক নিয়োগ করতে পারে। প্রথম পর্যায়ে ১১৫৪ জন Primary শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য থাকবে ৩২৮ টি পদ এবং Upper Prymary শিক্ষকের জন্য ১২১৯ টি পদ বের হতে পারে যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য থাকবে ১৭৫ টি পদ।