Hare to Whatsapp
চা- শিল্পের পুনরুজীবনে আসাম ও পশ্চিমবঙ্গের হাজার কোটীর প্যাকেজে ত্রিপুরাকেও সামিল করার দাবী জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২, : চা-শিল্পের পুনরুজীবনে পশ্চিমবঙ্গ ও আসামের জন্যে কেন্দ্রীয় বাজেটে এক হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে তাতে ত্রিপুরাকেও সামিল করার দাবী তোলেছেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক, আজ তিনি এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র দৃষ্টী আকর্ষন করে একটি চিঠি দিয়েছেন।
দিল্লী থেকে সাংসদ শ্রীমতি ভৌমিক স্থানীয় মিডিয়াতে তার একটি চিঠি রিলিজ করেছেন। তাতে তিনি বলেছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা-শিল্পের জন্য কেন্দ্রীয় বাজেটে বিশেষ অর্থ ধরা হয়েছে ভালো কথা। কিন্তু ত্রিপুরাতেও ১৫ হাজারের বেশী মানুষ চা শিল্পের সাথে যুক্ত। সরকারি, বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৮টি চালু বাগান রয়েছে। এর মধ্যে অধিকাংশই মহিলারা কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাই তিনি ত্রিপুরার চা শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়নে বিশেষ প্যাকেজ দেওয়ার দাবী জানান।
জানাগেছে, শ্রীমতি ভৌমিক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে আজ চেষ্টা করেও দেখা করতে পারেননি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তার হাতে একটি চিঠি তোলে দিয়েছেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ত্রিপুরার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।