Hare to Whatsapp
অনলাইনে আবেদন করে ভর্তি না হতে পেরে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের নবাগত ছাত্র ছাত্রীরা কলেজ অধ্যাপক -এর কক্ষে তালা ঝুলিয়ে দিল
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২, : কোভিড-19 এর কারণে কলেজে গিয়ে স্ব-শরীরে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারেনি বহু ছাত্রছাত্রীরা। সরকারি নির্দেশিকা মূলে অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া চলে আর তাতেই বাদে মহা বিপত্তি । নবাগত ছাত্রছাত্রীরা অনেকে যে বিষয় নিয়ে ভর্তির আবেদন করেছিল কলেজে গিয়ে ছাত্রছাত্রীরা দেখেন সে বিষয়ে তারা পায়নি। কেউ কেউ আবেদনপত্রে ইতিহাস বিষয় নিয়ে আবেদন করেছিল। সেই আবেদনপত্র অনুযায়ী বিষয় পাইনি। ইতিহাসের বদলে কারো কারো রাষ্ট্রবিজ্ঞান কারোর আবার রাষ্ট্রবিজ্ঞানের বদলে ইতিহাস বিষয়ে নাম উঠেছে ।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিদ্যালয় থেকে যে সাবজেক্ট নিয়ে উত্তীর্ণ হয়েছিল অনলাইনের মাধ্যমে সেই বিষয় লিখে আবেদন পত্র পূরণ করা হলেও কলেজে গিয়ে সম্পূর্ণ পাল্টে যায়। এ বিষয় নিয়ে কলেজে অধ্যাপক সহ অন্যান্য প্রফেসারদের জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে কর্ণপাত করেনি কেউ । তাই ছাত্রছাত্রীরা উক্ত বিষয় গুলোর উপর অভিযোগ এনে তেলিয়ামুড়া কলেজে প্রিন্সিপাল এর কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘন্টা তিনেক ধরে চলে বিক্ষোভ কর্মসূচি । বিক্ষোভে ছাত্র-ছাত্রীদের দাবি যে সাবজেক্ট গুলি নিয়ে অনলাইনে আবেদনপত্রে আবেদন করা হয়েছিল সেই সাবজেক্টগুলো যেন পুনরায় সংশোধন করে তাদের পড়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংশোধন করার বিষয়টি পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিলে পরে ছাত্র ছাত্রীরা তালা মুক্ত করে।