Hare to Whatsapp
প্রজাতন্ত্র দিবসের দিনে বিজেপি-র উপ প্রধানের নেতৃত্বে বিলোনীয়ায় একাধিক কংগ্রেস নেতাকে হেনস্তা
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২৬, : কংগ্ৰেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী আজ অভিযোগ করেছেন, ঋষ্যমুখ ব্লক কংগ্রেসের সভাপতি হেমন্ত লোধ ও তাকে আজ অকারনে হেনস্তা করেছে স্হানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি-র বিরুদ্ধে এই অভিযোগ তুলে তিনি থানার দ্বারস্থ হন ।
অভিযোগ, মঙ্গলবার ৭২ তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কংগ্রেস সমর্থকরা পতাকা উত্তোলন করতে দেয়নি। ঋষ্যমুখ বাজারে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে তখন বিজেপি দুষ্কৃতীরা তাদের উপর হামলে পড়ে। হেনস্থার শিকার হন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ কংগ্রেসের উপস্থিত সব নেতৃত্বই ।
কংগ্রেস নেতৃত্ব- অভিযোগ করেছেন, ঋষ্যমুখ গ্ৰামপঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত সরকার সহ বিজেপি দলের কর্মী খোকন বৈদ্য ও তার সাঙ্গপাঙ্গরা ঋষ্যমুখ বাজারে প্রকাশ্য দিবালোকে প্রথমে তাদের পতাকা উত্তোলন না করতে হুমকি দেন এবং হেনস্থা করা হয় ।
জানাগেছে, ঋষ্যমুখ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত সরকার প্রথমে কংগ্রেস এরপর দলত্যাগ করে সিপিএম দলে যোগদান করে । ক্ষমতার পালা বদলের পর বার বার দল পাল্টানো দেবব্রত সরকার বিজেপি দলে যোগদান করেন। ঋষ্যমুখ ব্লকের মন্ডল সভাপতি অশেষ বৈদ্যের আর্শীবাদে নব্য বিজেপি দেবব্রত সরকার ঋষ্যমুখ ব্লকের গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান পদ পান। স্থানীয় লোকজন সহ ব্যাবসায়ীরাও অতিষ্ট উপপ্রধানের বেআইনী কর্মকান্ডে । অভিযোগ, শুধুমাত্র বিরোধী দলের লোকদের উপর আক্রমন ভয়ভীতি হুমকি প্রদর্শন নয়, এলাকার নিরিহ মানুষদের উপরেও হুমকি প্রদর্শন করে। ভয়ে কেউ মুখ খুলতে না চাইলেও এই অভিযোগ রয়েছে।