Hare to Whatsapp
ক্ষুদ্র স্বার্থে আদালতে মামলা, স্মার্ট সিটির কাজ ব্যহত হচ্ছে বহু ক্ষেত্রে, পুর কমিশনার শহরবাসীর সহযোগিতা চাইলেন
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ১২, : অবৈধ ও ক্ষুদ্র স্বার্থ রক্ষা করতে গিয়ে পুর পরিষদ ও স্মার্টসিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার কারনে আগরতলা স্মার্টসিটির কাজকর্ম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এই মুহূর্তে কম করেও শতাধিক লোক বিভিন্ন অছিলায় আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের বাড়ীঘর, ড্রেন এর সরকারী জমি অবৈধ ভাবে দখলমুক্তকরণের পুর পরিষদের নোটিশ এর বিরুদ্ধে। একের পর এক এসব মামলার কারনে বহু জায়গায় স্মার্টসিটি তৈরির কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে।
পুর পরিষদের একটি সূত্রে বলা হয়েছে, এই মুহূর্তে প্রায় আড়াইশত কোটি টাকার কাজকর্ম চলছে স্মার্ট সিটি প্রকল্পে। কিন্তু কোন কাজই ঠিকাদারি এজেন্সীগুলি নির্বিঘ্নে করতে পারছে না। বহু জায়গায় সরকারী জমি দখল করে বাড়ীঘর, দোকানপাট করে বসে আছেন বহু লোক। উচ্ছেদ বা দখলমুক্ত করার নোটিশ পেয়েই আদালতে মামলা করে দেওয়া হচ্ছে। অনেকে আবার বাঁকা পথে সরকারী জমি দখল করে ‘পরচা’ ইত্যাদি বের করে ফেলেছেন। ফলে কোর্টের পক্ষেও সহজেই এসব মামলার নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। ফলে সময় দিয়ে পরবর্তী শুনানীর দিন ধার্য করে তার নিষ্পত্তি করতে সময় লাগছে। এতে ভীষণ রকমভাবে সমস্যার পরে গেছেন পুর পরিষদ, স্মার্ট সিটি কর্তৃপক্ষ। তাই পুর পরিষদের পক্ষ থেকে ক্ষুদ্র স্বার্থে এভাবে স্মার্ট সিটির কাজকর্ম বন্ধ করে দিতে আদালতে না গিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও বহু লোক সাহায্য করছে না। এ সম্পর্কে পুর কমিশনার শৈলেশ কুমার যাদব-এর বক্তব্য জানতে চাইলে তিনিও একের পর এক মামলার কারনে স্মার্টসিটির কাজকর্ম বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন। এবং স্মার্টসিটির কাজকর্ম যাতে দ্রুত শেষ করা যায় এব্যাপারে সমস্ত অংশের পুরবাসীর সহযোগিতা চেয়েছেন।