Hare to Whatsapp
ত্রিপুরাইনফো চিলড্রেন এক্টিভিটি সেন্টার-এর শুভ উদ্বোধন
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ১, : আজ সন্ধ্যায় ত্রিপুরাইনফো-র লিচুবাগানস্থিত নলেজ সেন্টারে ছোট ছোট কচিকাঁচাদের সার্বিক বিকাশের লক্ষ্যে একটি ‘চিলড্রেন এক্টিভিটি সেন্টার’ এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ছোট্ট একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরাইনফো ‘চিলড্রেন এক্টিভিটি সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই সেন্টারের শিক্ষানবিশ শিশুরাই।
ত্রিপুরাইনফো কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে এখবর দিয়ে জানানো হয়েছে, গত দশ এগারো মাস ধরে করোনার কঠিন পরিস্থিতির কারনে ঘরে আবদ্ধ শিশু মনে যে একটা অস্থির মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে, মূলত তার থেকে শিশু মনকে খানিকটা হলেও পরিত্রান দিতেই ত্রিপুরাইনফো কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ত্রিপুরাইনফো ডটকম এর সামাজিক কল্যাণ উইং ‘ত্রিপুরা ইনফো ফাউন্ডেশন’ এর পরিচালনায় পরিচালিত হবে সংস্থার এই নয়া ‘চিলড্রেন্স ওয়েলফেয়ার এক্টিভিটি’।
ত্রিপুরাইনফো কর্তৃপক্ষের তরফে এখবর দিয়ে আরও জানানো হয়েছে, আপাতত ৩ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদের জন্যে নাচ, গান, আবৃতি, ছবি আঁকা শেখানো হবে। তাছাড়া থাকবে বাচ্চাদের জন্যে খেলাধুলা, ক্যুইজ, জিকে-র তালিম সহ ঘরোয়া পরিবেশে বিভিন্ন বিনোদন ব্যবস্থা। আপাতত প্রতি শনি ও রবিবার এবং বিভিন্ন সরকারি ছুটির দিনে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা কচিকাঁচা শিশুদের উল্লেখিত বিষয়ে তালিম দেবেন।