Hare to Whatsapp
ভারত- বাংলা স্বরাষ্ট্র সচিব বৈঠক স্হগিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়েও অনিশ্চয়তা
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২৭, : আগামী ডিসেম্বরে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশর দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সূচী নির্ধারিত রয়েছে।এর প্রস্তুতি হিসেবে ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার দিন স্হির ছিল। কিন্তু এই বৈঠক স্থগিত করে দেয়া হয়েছে। ঢাকায় সচিব পর্যায়ের এই বৈঠকের কথা ছিল এবং বাংলাদেশ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বুধবার এক চিঠির মাধ্যমে নয়াদিল্লী , ঢাকাকে জানিয়ে দিয়েছে অনিবার্য কারনে ভারতীয় প্রতিনিধি আসতে পারছেন না।
ঢাকা থেকে পাওয়া খবরে বলা হয়েছে ঢাকা বৈঠকের জন্য প্রস্তুত ছিল। সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ প্রস্তুত ছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনিবার্য সমস্যার কারণে বৈঠকটি হচ্ছে না। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম। তবে আমাদের মধ্যে সব সময়ে যোগাযোগ আছে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান , অন্য সব বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত আছে।