Hare to Whatsapp
চলে গেলেন বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২৪, : চলে গেলেন বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান। আগরতলার সুহৃদ মুনিরভাই আজ বাংলাদেশ সময় ৭.২০ মিনিটে প্রান ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২।
মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ৭১ বাংলাদেশের প্রভাবশালী ও পুরানো সংবাদপত্র দৈনিক সংবাদের ম্যানেজিং এডিটর ছিলেন। সাবেক ট্রেড ইউনিয়ন নেতা মুনির ভাই পরে সাংবাদিকতার পেশায় চলে আসেন। বাংলাদেশে তিনি প্রতিবাদী কন্ঠ হিসাবে পরিচিত।
১৯৭১ সালে মুনির ভাই মুক্তিযোদ্ধা হিসাবে এখানে ছিলেন। তিনি পূর্বতন সিটিটিআই,বাধারঘাট ও মেলাঘরে ছিলেন। মুক্তিযোদ্ধারা যে সব অপারেশন করেন তার মধ্যে তিনি কয়েকটি উল্লেখযোগ্য অপারেশনে ছিলেন। সুঠাম দেহের অধিকারী আজ সকালে আকষ্মিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে সাংবাদিক,সম্পাদক সহ অন্যান্য পেশার লোকজন ছুটে যান।
ত্রিপুরার প্রতি উনার আকর্ষন বরাবরই বেশী ছিল। গত কবছর ধরে একটু ঘন ঘন আসতেন। বিভিন্ন অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃতও করেছিলেন।
সেই আগরতলা সুহৃদ মনিরুজ্জামান আগরতলা এলে প্রায়শই রিকসায় ,কখনো টমটম আবার অটোতে ঘুরে বেড়াতেন। নানাজনের খোঁজখবর নিতেন মানে মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য করেছেন তাদের কথা।