Hare to Whatsapp
বাজার হাট সব কিছুই প্রায় স্বাভাবিক, করোনার কোন রুলই মানা হচ্ছে না, নির্লিপ্ত ত্রিপুরা সরকার
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ২২, : সম্ভবতঃ কোয়েরাইন্টান পর্ব উঠেই দেয়া হচ্ছে এ রাজ্যে। লোকজন দিব্যি স্পর্শকাতর রাজ্য থেকে রাজ্যে আকছাড় আসছে, ঘোরাফেরা করছে, কাজ করছে। রেষ্টুরেন্টে যাচ্ছে,ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। নেই মাক্স। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এরাজ্যের ব্যবসায়ীদের একটি অংশ কলকাতা যাচ্ছে, ২/৩ দিন থেকে আবার ফিরে আসছে। অথচ কলকাতায় এখন করোনা স্পর্শকাতর অবস্হায়। ওরা কি ভাবে বিমানে যাচ্ছে, আসছে ?
খবর হল বিমানেও উঠানামা, যাতায়াতে করোনা বিধি অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বহি:রাজ্য থেকে এলে দশদিন নিজের বাড়ীতেই কোয়ারাইন্টেনে থাকতে হবে। কিন্তু দূরছাড়, কোথায় কি? ওরা দিব্যি আছে। কিন্তূ এরা যে কিভাবে করোনার বিস্তার ঘটাচ্ছে তা বলবে ভবিষ্যৎ।
আমাদের রাজ্যে বিশেষ করে আগরতলায় করোনা পরীক্ষা করাই হচ্ছে না।যাও করা হচ্ছে তা করা হচ্ছে সীমিত ভাবে। এন্টিজেন টেষ্ট নিয়েও রাজ্যে প্রশ্ন উঠেছে। এই ধরুন প্রয়াত এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিককে প্রথমে ভর্তি করানো হয়েছিল আইজিএমে। পরীক্ষায় উনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বেসরকারী হাসপাতালের পরীক্ষায়ও নেগেটিভ এসেছে। অথচ কলকাতার এপেলোতে ভর্তির পর যে পরীক্ষা করা হয় উনার তাতে পজিটিভ এসেছে। সেভাবেই চিকিৎসা শুরু করা হয় বলে খবর। তাহলে কি বোঝা যাচ্ছে?
এখন দেখা যাচ্ছে উনি করোনা পজিটিভ। উনাকে হাসপাতালে অনেকেই দেখতে যান। মুখ্যমন্ত্রীও উনাকে দেখতে গিয়েছিলেন বেসরকারী হাসপাতালে। তাহলে তো বলতেই হয় উনাদেরও কোয়ারেনটাইনে থাকতে হবে।
এমনিতেই গোটা বিশ্ব তো বটেই ভারতে তৃতীয় পর্যায়ে তীব্র গতিতে করোনা বাড়ছে। গুজরাট, মধ্যপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে নৈশ আইন বলবৎ করা হয়েছে। করোনার সংক্রমন রোধেই এই ব্যবস্হা নেয়া হয়েছে। আমাদের রাজ্যেও সংক্রমন ছড়াচ্ছে। যদিও এটা তেমন ভাবে সাধারন্যে পৌচ্ছুচ্ছে না।
কিন্তু আমাদের রাজ্যের পরিস্হিতি একটু ভিন্ন। এখানে করোনা সহ অন্যান্য রোগের চিকিৎসার গুনমান নিয়ে প্রশ্ন উঠেছে। এটাতো দিবালোকের মত পরিস্কার এডভোকেট জেনারেলের চিকিৎসা ও মৃত্যূর ঘটনায়।
বহু ঢাকডোল পিটিয়ে প্রচার করা হয়েছিল বাড়ীঘরে কোয়ারেনটাইনে থাকা রোগীদের দেখভাল করবেন কেয়ার গিভার। কিন্তূ কোথায় কেয়ার গিভার, কোথায় কি তা কর্তাবাবুরা বলতে পারবেন, সাধারন মানুষ নয়।