Hare to Whatsapp
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী-র ভোকাল ফর লোকালকে মান্যতা দিল রাজ্য মন্ত্রিসভা, একগুচ্ছ সিদ্ধান্ত গৃহিত
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১২, : বিভিন্ন ঠিকাদারী কাজের বরাত ও পণ্যদ্রব্য সরবরাহকারী ত্রিপুরার স্থানীয় সংস্থা গুলিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের যে স্লোগান দিয়েছেন, সেই অনুসারেই ত্রিপুরা মন্ত্রীসভায় স্থানীয় উদ্যোগকে প্রাধান্য দিতে নীতিগত ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে গতকাল একথা জানিয়েছেন।
রাজ্য মন্ত্রিসভা যে যে সিদ্ধান্ত গুলি গ্রহন করেছে তার মধ্যে রয়েছে-
১) যে কোনও স্থানীয় সংস্থা টেন্ডার মূল্যের ২৫ শতাংশ সঙ্গতি থাকলে তাদের আর্থিক এবং অভিজ্ঞতা সংক্রান্ত মাপকাঠি শিথিল করা হবে আনুপাতিক হারে
২) ত্রিপুরায় নতুন পন্য উৎপাদন হলে তা তুলে ধরতে রাজ্য সরকার উদ্যোগ নেবে। মোট উৎপাদিত পন্যের ১০ শতাংশ সংরক্ষিত করে সেই উদ্যোগকে উৎসাহিত করবে রাজ্য সরকার। পূর্বের কোনও অভিজ্ঞতা না থাকলেও যে কোনও স্থানীয় সংস্থা ট্রায়াল টেন্ডারে অংশ নিতে পারবে।
৩) দরপত্রের মূল্যের বাইরে অতিরিক্ত পন্য বিদ্যমান স্থানীয় সরবরাহকারীকে দেওয়া হবে।
৪) এই প্রক্রিয়াতে স্থানীয় সরবরাহকারীদের যদি কোনও অভিযোগ থাকে তা সমাধানের জন্য অর্থ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটি ৩০ দিনের মধ্যে অভিযোগ গুলির নিষ্পত্তি করবে।
স্থানীয় পন্যের প্রতি সমর্থন জানানোর এটাই শ্রেষ্ঠ সময় বলে মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে জানান।
মুখ্যমন্ত্রীর মতে, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।