Hare to Whatsapp
সহসাই স্হলবন্দর দিয়ে শুরু হবে ভারত- বাংলাদেশ যাত্রী চলাচল
By Our Correspondent
আগরতলা, নভেম্বর ১০, : খুব সহসাই চালু হতে যাচ্ছে সড়ক পথে যাত্রী পরিষেবা।এই পরিষেবা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে।আগরতলায় আখাউড়া চেকপোষ্ট দিয়ে প্রথা ও নিয়ম-কানুন মানার পর যাত্রীরা বাংলাদেশ মেতে পারবেন।তেমনি বাংলাদেশীরাও এপারে আসা যাওয়া করতে পারবেন।ইতিপূর্বে আখাউড়া স্হল বন্দর দিয়ে বেশ কিছু যাত্রী বাংলাদেশ গিয়েছেন।এরা অধিকাংশ বাংলাদেশী ছাত্রছাত্রী ,রোগী।বিশেষ ব্যবস্হায় এদের ফিরিয়ে দেয়া হয়েছে।অন্যদিকে করোনা কালে যেসব ভারতীয় বাংলাদেশে আটকে পড়েছিলেন তাদের বাংলাদেশ বিশেষ ব্যবস্হাপনায় আখাউড়া দিয়ে ভারতে পাঠিয়েছে।এছাড়াও দু'দেশের বিভিন্ন সরকারী কর্তাব্যক্তিরা আখাউড়া স্হলবন্দর দিয়ে আসা যাওয়া করেছেন।এই বন্দর দিয়েই ঢাকায় গিয়েছেন নয়া ভারতীয় হাইকমিশনার দুরাইস্বামী।মূলতঃ করোনা জনিত পরিস্হিতির আপাতঃ উন্নতি হ ওয়ায় দুদেশ স্হলবন্দর দিয়ে যাত্রী চলাচলের উদ্যোগ নিয়েছেন।আখাউড়া স্হলবন্দর কর্তৃপক্ষ যাত্রী আসা যাওয়ার জন্য বন্দরকে ঝাঁঝাঁ করে তুলতে শুরু করেছে।
খবর হল আগামী কদিনের মধ্যেই শুরু হবে যাত্রী চলাচল।
এদিকে আট মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থল চেকপোস্ট বেনাপোল সীমান্ত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ও কাস্টমস চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। ভারত ভিসা শিথিল করায় নতুন মেডিক্যাল ভিসা ও পুরনো বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারতে আসা শুরু করেছেন। এছাড়া ভারত থেকেও এমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় যাত্রীরা যাচ্ছেন বাংলাদেশে।ভারত সরকার গত ১৩ মার্চ বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পর চলতি মাস থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে। বর্তমানে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিক্যাল ভিসা, স্টুডেন্টস ভিসা ও পুরনো বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারত যেতে পারবেন। আর ভারত থেকে এমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। থার্মাল স্ক্যানার দিয়ে এ পথে ভারত থেকে যাওয়া নাগরিকদের স্বাস্থ্যপরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। যাতায়াতের জন্য প্রত্যেকের কাছে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এরপরও বাংলাদেশে আসা সব যাত্রীকে স্বাস্থ্যপরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই চেকপোস্টের স্ক্যানারটি অত্যন্ত আধুনিক। এটা বাইরে থেকে যাত্রীদের শরীরের তাপমাত্রা অটোমেটিক নির্ণয় করতে পারে। এছাড়া কারও তাপমাত্রা বেশি হলে, তাঁর উপরের স্ক্রিনে ‘হাই’ লেখা ফুঁটে উঠবে।তখন ওই যাত্রীকে ঢুকতে দেয়া হবে না।