Hare to Whatsapp
খুব শীঘ্রই ৫০০ কনস্টেবল ও ৪০০০ মাল্টি-টাস্কিং ওয়ার্কার ও করনিক পদে লোক নিয়োগ হবে রাজ্যেঃ শিক্ষা ও আইনমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২০, : খুব শীঘ্রই রাজ্য সরকার ৫০০ কনস্টেবল ও ৪০০০ মাল্টিটাস্কিং ওয়ার্কার এবং করনিক (এল ডি ক্লার্ক) পদে লোক নিয়োগ করবে। রাজ্য মন্ত্রিসভা আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতন লাল নাথ আজ সন্ধ্যায় রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর ঘোষনা অনুযায়ী কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এস.টি, এস.সি-দের শিক্ষাক্ষেত্রে যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পাশ। এবং সাধারন ক্যাটাগরীর প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ। এস.সি, এস.টি-দের ক্ষত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সের ক্ষেত্রেও পাচ বছরের শিথিলতা থাকবে।
শিক্ষামন্ত্রীর মতে, পরীক্ষা হবে একশত নম্বরের। এর মধ্যে লিখিত হবে ৮৫ নম্বরের। আর ১৫ নম্বরের জন্য ইন্টারভিউ বোর্ড গঠন করে সরাসরি সাক্ষাতকারের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে।
একইরকম ভাবে মাল্টিটাস্কিং ওয়ার্কার ও এলডি ক্লার্ক-এর ক্ষেত্রেও ৮৫ নম্বরের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১৫ নম্বর দেবে ইন্টারভিউ বোর্ড। অর্থ্যাৎ শিক্ষামন্ত্রীর দাবী মতো যারা লিখিত পরীক্ষার ভালো ফল করবে তারাই চাকুরি পাবে।
শিক্ষামন্ত্রী একই সাথে আজ আরও জানান, ১০৩২৩-এর ছাটাই শিক্ষকরাও মাল্টিটাস্কিং ওয়ার্কার ও এলডি ক্লার্ক-এর পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। এছাড়া তাদের জন্যে অন্য কোন বিশেষ সুবিধা দেওয়া হবেনা। শিক্ষামন্ত্রী আজ আরও জানান, কনস্টেবল ও মাল্টিটাস্কিং ওয়ার্কার এবং এল ডি ক্লার্কের পদে লোক নিয়োগের জন্যে রাজ্য সরকার খুব শীঘ্রই দুটি পৃথক নিয়োগ নীতি ও বোর্ড গঠন করবে।