Hare to Whatsapp
ধর্মনগরে বিকাল চারটার পরই বহু অফিস ফাকা, হাতে নাতে প্রমান পেলেন ডেপুটি স্পীকার স্বয়ং
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৭, : চারটার মধ্যেই পুরো অফিস ফাকা। হ্যা অবিস্বাশ্য হলেও এটাই চলছে ধর্মনগর ও তার আশপাশ এলাকার একাধিক সরকারী অফিসে। অন্য কেউ নয়, আজ দুপুরের পর থেকে দফায় দফায় অতর্কিতে হানা দিয়ে খোদ বিধানসভার উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন নিজে সরকারী অফিসগুলির অফিসার কর্মচারীদের উপস্থিতির এই বেহাল অবস্থা চাক্ষুশ করেন এবং তাজ্জুব বনে যান।
জানাগেছে, বিশ্ববন্ধু সেন দলবল নিয়ে আজ বিকালের পর থেকে দিনভর এই হানাধারী চালিয়েছেন ধর্মনগরস্থিত স্থানীয় পশু হাসপাতাল, চন্দ্রপুরের বিদ্যুৎ অফিসে। কিন্তু কোন অফিসেই অফিসার কর্মচারী অফিসে ছিলনা। তিনটার পর থেকেই একে একে অফিস ছাড়তে থাকেন, এবং উপধ্যক্ষের কাছে আগেই খবর ছিল যে, এসব অফিসগুলির অফিসার কর্মচারীরা কখনোই সাড়ে তিনটা চারটার পর অফিসে থাকেন না।
এই অনুযায়ী আজ তিনি পরিকল্পনা মাফিক এই অভিযান চালান। এবং অভিযোগের সত্যতা পান।
জানাগেছে, শুধু ধর্মনগর নয়, আমবাসা, কুমারঘাট সহ জাতীয় সড়ক ও রেল স্টেশনের আশপাশ এলাকার অধিকাংশ সরকারী অফিস গুলিরই এই অবস্থা। বিকালের আগেই ট্রেন ধরে বাড়ী চলে আসার তাগদা শুরু হয়ে যায়। এক্ষেত্রে সপ্তাহের শেষ দিকের শনিবারের অবস্থা খুব খারাপ। শনিবার দিনতো বেলা দুইটার পরেই অফিস ফাকি দিয়ে পালানো শুরু হয়ে যায়।