Hare to Whatsapp

একটি দুর্ঘটনাকে কেন্দ্র দুটি অনভিপ্রেত ঘটনা বক্সনগরে, এলাকাজুড়ে অশান্তি

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ১৭, : একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আজ দুটি ঘটনার সাক্ষী হয়ে রইল বক্সনগর বিধানসভার দয়াল পাড়া এ.ডি.সি ভিলেজের জনগন। ঘটনায় বিবরনে জানা যায়,আজ সকাল আনুমানিক 11ঘটিকায় এলাকারই এক উপজাতী যুবক দেবাশীষ দেবর্বমা বয়স 18 বছর, পিতা দুলাল দেবর্বমা, পেশায় দিন মজুর, সে কাজের উদ্দেশ্যে কোনো এক জায়গায় যেতে গেলে ভেলুয়ারচর বাজারের সামনে দিয়ে যেতেই দ্রুত গামি একটি কমান্ডার গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার প্রচন্ড ভাবে মাথায়, হাতে এবং পায়ে আঘাত লাগে। তার বাইকটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। এর পরেই এলাকার জনগন বিক্ষোভে রাস্তা অবরোধ করে। দীর্ঘ আড়াই ঘন্টার পর জেলা শাসক বিশ্বেশ্বর বি বক্সনগর ব্লকের বি.ডি.ও. ধ্রুতি শেখর রায় এবং কলমচৌড়া থানার ওসি ভরত দেবর্বমার হস্তক্ষেপে অবরোধ তুলে নেন।

কিন্তু এদিনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগরতলায় বি জে পি'র যুব মোর্চার এক সভায় যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বক্সনগর যুব মোর্চার নেতা কর্মীরা। কিন্তু উপজাতিদের এমন রাস্তা অবরোধে তর্জন গর্জন করে উঠলো বি জে পি নেতৃত্ব সহ কর্মীরা। ফলে উপজাতি গ্রামবাসীদের সাথে শাসকদল বিজেপির যুব মোর্চা বাহিনীর খন্ড যুদ্ধ সংগঠিত হয়। উপস্থিত যুব মোর্চার মন্ডল সভাপতি গাড়ি থেকে নেমেই উপজাতি যুবকদের অশ্রাভ‍্য ভাষায় গালাগালি দিতে থাকে এবং এদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠে। তবে বক্সনগর ব্লকের বিডিও এবং কলমচৌড়া থানার ওসির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.