Hare to Whatsapp
আরও বেশি মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর সুবিধা পাবেন
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ১৬, : কাঁচা দেওয়াল ও টিনের ছাদ যুক্ত বাড়ি থাকলে তা আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতাভুক্ত হতো না। ত্রিপুরা সরকারের অনুরোধে, এবার থেকে কাঁচা দেওয়াল ও টিনের ছাদ যুক্ত বাড়িকেও কাঁচা বাড়ি হিসেবে গণ্য করা হবে। এবং তা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতাভুক্ত করা হবে। কাঁচা বাড়ির যে সংজ্ঞা ছিল তাতে বদল করেছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবর্ষে ত্রিপুরায় লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৮৩৮টি বাড়ি তৈরির। এখনও পর্যন্ত ২৩ হাজার ৩৭৬টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তের ফলে ত্রিপুরার ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর সুবিধা পাবেন। যা রাজ্যের মানুষের আবাস পরিকাঠামোয় যুগান্তকারী বদল হতে চলেছে।