Hare to Whatsapp
এসেম্বলি অব জার্নালিস্ট প্রতিনিধিদের সফরের মধ্যেই কুমারঘাটের ফটিকরায়ে আক্রান্ত দৈনিক সংবাদের সাংবাদিক
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ৯, : আজ সন্ধ্যা নাগাদ কুমারঘাটে দৈনিক সংবাদের সাংবাদিক তপন বণিক আক্রান্ত হয়েছেন। দুষ্কৃতিকারীরা সন্ধ্যার পর মুখে কাপড় বেধে তার বাড়িতে প্রবেশ করে এবং তার উপর হামলে পড়ে।
জানাগেছে, সে নিজে এবং তার পরিবারের লোকজন সবাই কোয়ারেন্টাইনে থাকা সত্ত্বেও দুষ্কৃতকারীরা তার বাড়ির গেইট খোলে এই ঘটনা ঘটিয়েছে মুখে গামছা বেঁধে৷
আজ দুপুরে এসেম্বলি অব জার্নালিস্টস -এর মহকুমায় সফররত সাংবাদিকরা কোয়ারেন্টাইনে থাকা তপন বণিকের বাড়ির সামনে গিয়ে তার সাথে কথা বলেন এবং তার শারিরীক অবস্থার খোঁজ নেন। তখনই তপন বণিক তার উপরে হামলার আশংকার কথা জানিয়েছিলেন। জানাগেছে, একটি সংবাদের সূত্রকে কেন্দ্র করে গত দুদিন ধরেই তাকে হুমকি দিচ্ছিল কতিপয় দুষ্কৃতকারী৷
ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্টস –এর চেয়ারম্যান বর্ষীয়ান সাংবাদিক সুবল কুমার দে, ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক দেবাশিষ মজুমদার আজ সন্ধ্যা নাগাদ দৈনিক সংবাদের সাংবাদিক তপন বণিকের উপর হামলার ঘটনার তীব্র ভাবে নিন্দা করেছেন। এসেম্বলি অব জার্নালিস্টস –এর চেয়ারম্যান সুবল কুমার দে শ্রী বণিকের উপর হামলার ঘটনার নিন্দা করে জানান যা হচ্ছে তা গনতন্রের পক্ষে অশনি সঙ্কেত। চতুর্থ স্তম্ভের উপর রাজ্যে পর পর এই হামলার ঘটনার পরিনতী আগামীদিনে আরও ভয়াবহ হতে পারে।
দৈনিক সংবাদের কার্যনির্বাহী সম্পাদক পারমিতা লিভিংস্টোন এই ঘটনার নিন্দা করে জানান, তাদের কুমারঘাট মহকুমার ফটিকরায়ের সাংবাদিক শ্রী বণিক এমন কোন অপরাধ করেননি যে রাতের আধারে মুখে কাপর বেধে বাড়িতে ঢূকে হামলা হুজ্জুতি করতে হবে। তিনিও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবী করেছেন। এদিকে, ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্টস আগামীকাল সন্ধ্যা নাগাদ প্রেস ক্লাবে এক বিশেষ জরূরী সভার আহ্বান করেছেন।