Hare to Whatsapp
বিজেপির রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ৭, : ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শ্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে আজ সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। নয়াদিল্লিতে হয় উভয়ের মধ্যে সাক্ষাৎকার। দলীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রী জগত প্রকাশ নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আগামী দিনে তাঁর দক্ষ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী এবং বৃহত্তম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। দলের একজন সাধারণ কার্যকর্তা থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া পর্যন্ত শ্রী নাড্ডার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি একজন অনুকরণীয় নেতৃত্ব।
এদিন মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যে বিজেপির সংগঠন সম্পর্কিত বিষয়ে অবগত করান। পাশাপাশি দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, এখন পর্যন্ত গৃহীত বিভিন্ন জনমুখী পদক্ষেপগুলি সম্পর্কেও দলের রাষ্ট্রীয় সভাপতিকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে রাজ্যবাসীর স্বার্থে সরকারের নানা কর্মসূচির কথা সাক্ষাতে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়া ভবিষ্যতে সরকারের নানা লক্ষ্যমাত্রাগুলিও রাষ্ট্রীয় সভাপতি শ্রী জে পি নাড্ডার কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি এদিন টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।