Hare to Whatsapp
তেলিয়ামুড়ায় পার্টি অফিস আক্রমণের চেষ্টা, থানার ওসি’র নিষ্ক্রিয়তার তদন্ত এবং আক্রমণকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানাল সিপিএম
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২, : নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ও অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করার কর্মসূচী নিয়েছিল। কিন্তু মিছিলটি বানচাল করতে শাসক দল বিজেপি নেতৃত্ব সকাল থেকে মহকুমার বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তদের জড়ো করতে থাকে। থানা ও মহকুমা পুলিশ আধিকারিককে নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। বিজেপি'র দুর্বৃত্তরা পার্টির মহকুমা অফিসের সামনে এসে হুমকি দিতে থাকে। এ পরিস্থিতিতে পাটি মহকুমা নেতৃত্ব আজকের মিছিলের কর্মসূচী স্থগিত করে দেন।
সি পি আই এম – এর অভিযোগ, বি জে পি’র দুর্বৃত্তরা সি পি আই এম পার্টি অফিসের সামনে কর্মসূচীতে যোগ দিতে আসা কর্মীদের ওপর হিংস্র আক্রমণ চালায়। থানার ও সি পুলিশ-টি এস আর সহ সেখানে উপস্থিত থাকলেও আক্রমণকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি। এতে শাসক দলের দুর্বৃত্তরা আরও আস্কারা পেয়ে যায় এবং গেট ভেঙ্গে মহকুমা পার্টি অফিস আক্রমণের চেষ্টা করে।পার্টি অফিসের সামনে পার্ক করা পাটি কর্মীদের বাহক ভাঙচুর করে। বি জে পি পুসের হিংস্র আক্রমণে অন্তত ৯ জন পার্টি কর্মী আহত হন। দু'জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শহরের একজন দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়। ৫-৬ ঘন্টা ধরে তেলিয়ামুড়ায় বি জে পি’র হিংস্র তান্ডব চলে।
সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এক বিবৃতিতে বি জে পি’র এই আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদের এ ধরনের অগণতান্ত্রিক বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানিয়েছে। তেলিয়ামুড়া থানার ও সি’র নিষ্ক্রিয়তার তদন্ত দাবি এবং আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।