Share Whatsapp

মুখ্যমন্ত্রী আবাসে শিক্ষক মোতায়েনের সরকারি আদেশ প্রত্যাহারের নির্দেশ জারী করেও প্রকাশিত সংবাদকে মনগড়া বলা হল!

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ১, : আজ ১অক্টোবর, ২০২০ রাজ্যের বিভিন্ন প্রভাতী সংবাদপত্রে বিভিন্ন শিরোনামে মুখ্যমন্ত্রীর বাড়িতে শিক্ষক বদলী এবং ডেপুটেশন সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মনগড়া বলে দাবী করা হয়েছে এক সরকারী প্রেস রিলিজে।

রাজ্য তথ্য দপ্তর -এর এক প্রেস রিলিজে বলা হয়েছে, প্রকাশিত খবরটি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদ গুলিতে যে ধরনের মনগড়া বিষয় পরিবেশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবী করা হয়েছে। তথ্য দপ্তর এর প্রেস রিলিজ অনুযায়ী প্রকৃত তথ্য হচ্ছে, মুখ্যমন্ত্রীর সরকারী আবাসের অফিস এর জন্য বাংলা ও ককবরক টাইপিস্ট ও অনুবাদকের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে গত ৬ই এপ্রিল, ২০2০ তারিখে একটি বার্তা পাঠানো হয়েছিল। তার জন্য কোনভাবেই শিক্ষকদের ডেপুটেশনে পাঠানোর জন্য বলা হযনি। কিন্তু অনবধানবশতঃ এবিষয়ে নাকি একটি আদেশ নামা বের হয়ে গেছে এবং দপ্তরকে প্রয়োজনীয় সংশোধনীর জন্য নাকি বলা হয়েছে। এক্ষেত্রে প্রকাশিত সংবাদে মনগড়া তথ্য কোনটি তা অবশ্য সরকারি প্রেস রিলিজ-এ বলা হয় নি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক হিসাবে তিনজন শিক্ষককে তার সরকারি আবাসে ডেপুটেশনে পাঠিয়েছিল। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ. কে চাকমার স্বাক্ষরিত এক সরকারি আদেশমূলেই বিভিন্ন মিডিয়াতে খবরটি প্রকাশিত হয়েছিল। প্রকাশিত সরকারি আদেশনামাটি আজ প্রত্যাহারের নির্দেশ জারী করে তথ্য দপ্তরকে দিয়ে বলানো হয়েছে যে, প্রকাশিত খবরটি মনগড়া!


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.