Share Whatsapp

ত্রিপুরার বিকাশে 20 টি প্রকল্পে ৮৫ কোটি টাকার সরকারী অনুমোদন

By Our Correspondent

আগরতলা, সেপ্টেম্বর ২৯, : ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে এই বৈঠকে ৮৫ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি, পরিবহণ, পূর্ত, স্বাস্থ্য, নগরউন্নয়ন-সহ বিভিন্ন দফতরের অধীনে মোট ২০টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

এক নজরে অনুমোদিত প্রকল্প-

১. আপগ্রেডমেন্ট অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অফ ফার্টিলাইজার অ্যান্ড সিডস।

২. জিরানিয়া এনআইটির কাছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ গড়ে তোলা,

৩. সিপাহীজলার চড়িলাম মোটর স্ট্যান্ডের উন্নয়ন

৪. ইইএসএল, রাজ্য সরকার ও ডিডব্লিউএসের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী এমইইপি কর্মসূচীর অংশ হিসেবে পাবলিক ওয়াটার ওয়ার্কস ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন

৫. কুঞ্জবনে অসম রাইফেলসের দফতরে পাইপ লাইন সংস্কারের কাজ

৬. ক্যাপিটাল কমপ্লেক্সে ইন্টারনাল সিসি রোড নির্মাণ।

৭. লিচুবাগান থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর পর্যন্ত ভিআইপি রোডের সংস্কার।

৮. হাওড়া নদীর ভাঙন রোধে পরিকাঠামো উন্নয়ন

৯. হাওড়া নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে কনসালটেন্সি সার্ভিস চালু করা।

১০. বর্ষার জল ধারণের জন্য ৯৮ নম্বর রিজার্ভারের জন্য ডিপিআর প্রস্তুত করা।

১১. আগরতলার কলেজ টিলা আদর্শপল্লী এলাকায় পিভিসি আস্তরিত তার বসানো।

১২. ক্যাপিটাল কমপ্লেক্সে জাজেস বাংলো নির্মাণ।

১৩. এমজি বাজারে অন্তর্বর্তী রাস্তা ও নিকাশি নালার সংস্কার।

১৪. আদর্শ পল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ পর্যন্ত হাওড়া নদীর বাঁধের বর্ধিত অংশ নির্মাণ।

১৫. আগরতলার নজরুল কলাক্ষেত্রের সংস্কার।

১৬. আইজিএম হাসপাতালের ভিতরকার রাস্তা নির্মাণ।

১৭. জিবি হাসপাতালের সিটিভিএস ইউনিটের জন্য প্লাজমা সংগ্রহ।

১৮. আইজিএম হাসপাতালে নতুন লিফট বসানো।

১৯. আইজিএম হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে ট্রান্সফরমার নির্মাণ।

২০. রাজ্য বিদ্যুৎ পর্ষদের পরিকাঠামো উন্নয়ন।

ত্রিপুরার সার্বিক বিকাশের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। ৮৫ কোটি টাকার এই প্রকল্পগুলি ত্রিপুরার বিকাশের কাজকে আরও তরান্বিত করবে বলে.এদিনের বৈঠকে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শ্রীবিপ্লব কুমার দেব।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.