Hare to Whatsapp
এসেম্বলি অফ জার্নালিস্টস মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার পর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর হামলা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২৬, : আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রাজ্যে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর ভাবে উদ্বিগ্ন ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস। মুখ্যমন্ত্রীকে উনার বক্তব্য প্রত্যাহারের কথা বলার পরও উনার কোন প্রতিক্রিয়া নেই। আর এতেই উৎসাহিত হয়ে শাসক দলীয় কর্মীরা একের পর এক হামলা করে চলছে। ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস এই পরিস্থিতির তীব্র নিন্দা জানায় শনিবার। এই দিন এক সভায় মঞ্চের পক্ষে ঘটনার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসেম্বলি অফ জার্নালিস্টস মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার পর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর হামলা বেড়ে যাওয়ার বিষয়টি মঞ্চের নজরে এসেছে।
তাছাড়া সাংবাদিকদের এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলনরত সাংবাদিকদের নিকট আত্মীয়দের লক্ষ্য করে হেনস্থা শুরু হয়েছে। মঞ্চের পক্ষে সরকার এবং প্রশাসনের এই ধরনের অগনতান্ত্রিক চিন্তাধারার তীব্র নিন্দা জানায়। এসেম্বলি অফ জার্নালিস্টস মনে করে যে, মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারেই প্রশাসন সাংবাদিকদের পরিবারকে লক্ষ্য করে এই ধরনের দমন পীড়ন মুলক উদ্যোগের নিচ্ছে। এই সভা থেকে মুখ্যমন্ত্রীকে আবারও উনার বক্তব্য প্রত্যাহারের দাবি করা হয়েছে। চলতি পরিস্থিতির প্রতিবাদে কিছু দিনের মধ্যেই বৃহত্তর আন্দোলনের যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া মুখ্যমন্ত্রীর হুমকির বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক স্থরে বিভিন্ন সংগঠনের নজরেও নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।